আমাদের কথা খুঁজে নিন

   

মন ভাল করার মন্ত্র জানিস?

মানুষের রক্তকে কালি ও মানুষকে কলম করে কবিতা লিখতে চাই। পতন চাই এই অশ্লীল সভ্যতার। ।

মনটা আজ ভীষণ খারাপ
মন ভাল করার মন্ত্র জানিস?
একটা ফু দে....
তোর ফুয়ে যদি মন ভাল হয়
বুঝবো তোর সুন্দর একটি মন আছে।
আর তোর এমন ফুয়ে মনটা যদি
আরো খারাপ হয়, তাহলে বুঝবো
তুই স্বার্থপরতার ঘৃণ্য আধার।

আমার এমন দুঃসময়ে যদি
আমাকে হাসাতে পারিস,
মনকে রাঙাতে পারিস রঙিন আলোয়
তাহলে বলবো তুই একজন মমতাময়ী নারী।
আর যদি আমার এমন দুঃসময় দেখে
মুখ ফিরিয়ে নিস
তাহলে বুঝবো.....!!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।