আমাদের কথা খুঁজে নিন

   

বের হল Windows 8.1 Compatible Avro 5.5.0। অভ্র প্রেমিদের জন্য আবারো নিয়ে এলাম Silent Install।

Ads by Techtunes - tAds

Avro তৈরির পর থেকে বাংলা লেখার সফটওয়ার নির্মাতা দাদাদের কপালে ভাঁজ পড়তে থাকে এর জনপ্রিয়তা কারণে। জনপ্রিয়তার সেই ধারা এখনো অব্যাহত আছে। এখন অভ্র প্রেমিকের অভাব নেই। কিছু দিন আগেWindows 8 আসার পর কেউ কেউ সমস্যার কথা বলেছিল। আর তাই অভ্র প্রেমিদের হতাশা দূর করতে সম্প্রতি ছাড়া হলো অভ্র এর নতুন ভার্সন Avro 5.5.0।

Windows 8.1 Compatible আপডেট এইভার্সনে পূর্বের কিছু সমস্যা দূর করা হয়েছে।

তাই অভ্র প্রেমিরা এখন নিশ্চিন্তে Windows 8.1 এও অভ্র ব্যবহার করতে পারবে। মানীদের মান রাখার জন্য পূর্বের ভার্সনের মত এই ভার্সনেও Unijoy Layout টি বাদ দেয়াহয়েছে। বিস্তারিত Omicronlab Page এ দেখতে পারেন। আমি Unijoy আর Bijoy2003 Layout যুক্ত করে তৈরি করেছি Avro 5.5.0Silent Pack।

এর আগে আমি Avro 5.1 Silent Pack তৈরি করেছিলাম। দুটি প্যাকের সেটিংস একই। ঐ পোষ্টটি পড়লে আরো বিস্তারিত জানতে পারবেন।

আর যারা আগের প্যাকটি ব্যবহার করেছেন তারা আমার এই প্যাকটি সহজেবুঝতে পারবেন। এ পোষ্টটি Avro 5.5.0 দিয়ে লেখা।

এছাড়া অভ্র নিয়ে আমার অভ্রতে বিজয় ব্যবহার !! র‍্যা সমস্যার সমাধান পোষ্টটিও পড়তে পারেন।

যদি মনে করে থাকেন এ সাইলেন্ট প্যাকটি আপনার দরকার তাহলে নিচের লিংক থেকে ডাউনলোড করতে পারেন। Windows 7 সহ পরবর্তী Windows এ রাইট ক্লিক করে Run as Administrator হিসেবে রান করুন।

Download: Avro 5.5.0Silent Pack

সোর্স: http://www.techtunes.com.bd

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।