ইনজুরির কারণে দল থেকে ছিটকে পড়েছেন মাশরাফি বিন মর্তুজা। সাকিব-তামিম তো আগে থেকেই নেই। আজকের ম্যাচে মুশফিক খেলতে পারবেন কিনা তা নিয়ে রয়েছে সংশয়। প্রথম ম্যাচে ভারতের বিরুদ্ধে ফিল্ডিং করতে গিয়ে কাঁধে আঘাত পেয়েছিলেন তিনি। ফিজিও বলেছেন, আজ সকালেই নাকি বোঝা যাবে মুশফিক খেলতে পারবেন কিনা! তাই শেষ মুহূর্তে যদি মুশফিক খেলার জন্য ফিট না হন তাহলে আজ বাংলাদেশ দলকে নেতৃত্ব দিবেন কে?
স্পিনার আবদুর রাজ্জাক ও নাসির হোসেন ছাড়া তেমন নির্ভরযোগ্য ক্রিকেটারও তো নেই।
কোচ শেন জার্গেনশন অবশ্য এই দুই ক্রিকেটারের কথাই বললেন কাল মিরপুরে সংবাদ সম্মেলনে। 'আমার তো মনে হয় আফগানিস্থানের বিরুদ্ধে বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার মতো দুইজন ক্রিকেটারই আছেন। একজন রাজ্জাক, অন্যজন নাসির। তবে এটা নির্ভর করছে বোর্ডের সিদ্ধান্তের ওপর। ' ভারতের বিরুদ্ধে ম্যাচে মুশফিক ইনজুরিতে পড়ার পর ছয় ওভার দলকে নেতৃত্ব দিয়েছিলেন আবদুর রাজ্জাক।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।