আমাদের কথা খুঁজে নিন

   

রিয়াল-ভক্তদের ধন্যবাদ মরিনিয়োর

মরিনিয়োর অধীনে শনিবার শেষ বারের মতো মাঠে নামে রিয়াল। স্প্যানিশ লা লিগার শেষ দিনে পর্তুগিজ কোচকে হতাশ করেননি রিয়ালের খেলোয়াড়রা। ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাবাউয়ে ওসাসুনাকে ৪-২ গোলে হারিয়েছে রিয়াল। তার আগে ক্লাবের ওয়েবসাইটে দেয়া এক বিবৃতিতে মরিনিয়ো বলেন, “আমি রিয়াল মাদ্রিদের সঙ্গে জড়িত প্রত্যেকের ভবিষ্যত সুখী জীবন কামনা করছি। অজস্র ভক্তের সমর্থনকে আমি প্রশংসা করি এবং অন্যদের সমালোচনাকে সম্মান করি।

আরো একবার সবার প্রতি আমার শুভ কামনা। আপনাদের সুস্বাস্থ্য কামনা করি। ” তিন বছর আগে, ২০১০ সালের মে মাসে চার বছরের চুক্তিতে ইন্টার মিলান থেকে রিয়ালে যোগ দিয়েছিলেন মরিনিয়ো। গত মৌসুমে লা লিগা জয়ের পর চুক্তির মেয়াদ বেড়ে দাঁড়ায় ২০১৬ পর্যন্ত। কিন্তু এ মৌসুমে ব্যর্থতার কারণে আগে-ভাগেই রিয়াল ছাড়তে হচ্ছে ‘স্পেশাল ওয়ান’ নামে পরিচিত মরিনিয়োকে।

মরিনিয়োর অধীনে একটি করে কোপা দেল রে বা কিংস কাপ, লা লিগা ও স্প্যানিশ সুপার কাপ জিতেছে রিয়াল। স্পেনের সফলতম ক্লাবের গত মৌসুমে লা লিগায় প্রথম বারের মতো ১০০ পয়েন্ট পাওয়ার কৃতিত্ব কিংবা চ্যাম্পিয়ন্স লিগে টানা ছয় বার দ্বিতীয় রাউন্ড থেকে বাদ পড়ার পর তিন মৌসুম সেমিফাইনালে ওঠার স্বস্তিও তার কোচিংয়েই। তবু ব্যর্থতাকে সঙ্গী করেই বার্নাবাউকে বিদায় জানাতে হচ্ছে মরিনিয়োকে।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।