বাংলা মোদের সোনার বাংলা/নুরের বাংলা হয়ে যায়/বাংলা ভাষা অজানা মোর/ দিলে কিছু কয়ে যায়।।
আজ যখন রূপালী পূর্ণিমা উদ্ভাসিত হবে তোমার জানালায়
উদ্ধত হৃদয়ে আমাকে চাবে
বুকের ফাঁকে দুই তালু জোড়া করে নিজেকে সঁপে দিয়ে
আমাকে চাবে, শুধু আমাকেই
দীপের আগুনে অমঙ্গলকে জ্বালিয়ে আর পুড়িয়ে পুড়িয়ে
অপার হয়ে আমাকে চাবে
স্নানের জলে নিতম্বমুখী চুল গুলো ভিজিয়ে
শুভ্র আর শুচিতার পরশে আমাকে চাবে
ক্ষুধার তাড়নায় বুভুক্ষু তনু হেলে পড়লে
প্রতি নিঃশ্বাসে নিঃশ্বাসে আমাকে চাবে
মুদিত নয়নে আমাকে চাবে
উন্মীলিত আবহে আর জাগরণে আমাকে চাবে
মনের সব পঙ্খিলতা-ভয়-সন্দেহ-তাড়াকে মুছে ফেলে
প্রতিটি ক্ষনে, নির্জনে কিংবা কোলাহলে আমাকে চাবে!
তোমার চাওয়াতে যদি একটুও আমি থাকি
আমারে কখনোই যে পারবে না দিতে ফাঁকি!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।