আমাদের কথা খুঁজে নিন

   

অনুভূতিরা-৩ (কাব্য)

কখনো সুরের ছন্দ মেলেনা,তো কখনো তাল তবু গেয়ে যেতে হয় মিলিয়ে সাথে সময়ের সুর-তাল!

অনুভূতি কখনো একবারে হারিয়ে যায় না
একটু একটু করে,ক্ষয়ে ক্ষয়ে
তারপর সূর্যি মামার মতো টুপ করে ডুবে যায় বিস্মৃতির সাগরে!

তাই কখনো নিজের লেখা কবিতা গুলোই
বড্ড অচেনা মনে হয়!
কবিতার অনুভূতি গুলো ভীষন অপ্রিয় ঠেকে
শুরু হয় অন্য কবিতার যাত্রা।

এই অন্য কবিতা গুলোর ভাষা হয় অন্যরকম
লেখা শেষে কিংবা প্রহরের পরের প্রহরে এসে
অন্যরকম কবিতাটা আবার একই রকম ঠেকে!
কবিতা গুলো জীবন্ত হয় সেই একই বেশে।

মাঝে মাঝে কাব্য গুলো পুরনো অশ্রুতে ভাসে
মান-অভিমান,রাগ-অনুরাগ আবারো জোয়ার তোলে!
এই জোয়ার কখনো পুরনো অনেক কিছুকে আবারো ফিরিয়ে আনে
আবার কখনো নতুন কিছুকে অনেক দূর ভাসিয়ে নিয়ে চলে।

অনেকদিন পর লিখলাম,কেন জানি আজকাল লেখার গতি খুবই ধীর,এতোটাই যে ব্লগটাকেও অচেনা লাগে!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।