আমাদের কথা খুঁজে নিন

   

আমি কি আর আমার নাই রে!....... এমএবি খেয়াল।

সত্য যে কঠিন, কঠিনেরে ভালবাসিলাম যে করেনা কখনও বঞ্চনা....

এ ভালো না ও ভালো
ও ভালো না এ ভালো
মন্দের বাড়ী বসত ভিটা
আগুন জ্বালো উড়াও ছাই
উড়াও যে সব ধানের চিটা
আাঁকড় বেছে আপন হই
আপন শেষে হয় যে জুদা
কথায় কথা নিভে আলো
আপনের চেয়ে পর ভালো
পরের জন্যে কপাল মন্দ
মন্দের ভালো নিরানন্দ!
পরের চেয়ে আপন বড়
বড় সে যে ছোট হয়রে
যেই ভালো সে ভাল সেই রে
হায় আমার কপাল মন্দ
নিরানন্দ দ্বিবা নিশি দ্বিধাদ্বন্দ্ব
আমি কি আর আমার নাই রে!....... এমএবি খেয়াল।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।