আমাদের কথা খুঁজে নিন

   

মা হলেন ভূমিকা

'তেরে নাম' খ্যাত অভিনেত্রী ভূমিকা চাওলা পুত্র সন্তানের মা হয়েছেন। প্রায় দুই সপ্তাহ আগে তিনি সন্তানের জননী হলেও খবরটি প্রকাশ পেয়েছে শুক্রবার।

টাইমস অব ইন্ডিয়ায় প্রকাশিত এক খবরে বলা হয়, “তেলেগু চলচ্চিত্র ‘লাড্ডু বাবু’ নিয়ে কথা বলতে যোগাযোগ করা হলে ভূমিকা বলেন, ‘দুই সপ্তাহ আগে আমি ছেলে সন্তানের মা হয়েছি’।” তবে  দুই সপ্তাহ পেরিয়ে গেলেও এখনও ছেলের কোনো নাম রাখা হয়নি বলে জানান বলিউডসহ তামিল, তেলেগু সিনেমার এ জনপ্রিয় অভিনেত্রী। এমনকি খবর প্রকাশের পর বিভিন্ন গণমাধ্যমের পক্ষ থেকে চাওয়া হলেও ছেলের কোনো ছবি প্রকাশ করেননি ভূমিকা।

অবশ্য, কয়েকদিনের মধ্যেই মা হওয়ার বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হবে বলে জানান তিনি। শেষ খবর পাওয়া পর্যন্ত নবজাতক ও মা দু'জনই সুস্থ আছেন।

২০০৭ সালের ডিসেম্বরে ইয়োগা শিক্ষক ভরত ঠাকুরকে বিয়ে করেন বলিউডের এ অভিনেত্রী।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।