Electronic Medical Index of Bangladesh
ইএমআই-বিডি ডেস্ক
দৈনন্দিন জীবনে আমরা প্রতিনিয়তই কোন না কোন শারীরিক ও মানসিক সমস্যার মুখোমুখি হই, এর ভেতর কোনটিকে আমরা গুরুত্ব দেই আবার কোনটিকে গুরুত্ব দেই না। গুরুত্ব না দেয়া এমন অনেক সমস্যা বা রোগ লক্ষণই বয়ে আনতে পারে ভয়াবহ বিপর্যয়। আসুন জেনে নিই এমন ৬ টি মারাত্নক লক্ষণ সম্পর্কে যা কখনই অবহেলা করা উচিৎ নয়।
১)হাত-পা অবশ হয়ে যাওয়া; চলাচলের ক্ষমতা হারিয়ে ফেলা বা মারাত্মক শারীরিক দুর্বলতা; বিভ্রান্তি; মাথা ঘোরা, দৃষ্টি ঝাপসা হয়ে যাওয়া; কথা জড়িয়ে যাওয়া বা অস্পষ্টতা; অর্থপূর্ণ বাক্য গঠন করতে শব্দ খুজে না পাওয়া।
এগুলো স্ট্রোক এর লক্ষণ।
২) বুকে ব্যথা বা চাপ অনুভব করা; বাহু, কাঁধ এবং চোয়ালে ব্যথা; প্রচণ্ড ঘাম হওয়া; মারাত্নক শারীরিক দুর্বলতা; বমিবমি ভাব বা বমি হওয়া; জ্ঞান হারিয়ে ফেলা; শ্বাসপ্রশ্বাসের দ্রুততা।
এগুলো হার্ট অ্যাটাক এর লক্ষণ।
৩) পায়ের নিচের দিকের পেশীতে ব্যথা কিংবা স্পর্শ করলে ব্যথা অনুভব করা; বুকে ব্যথা; শ্বাসপ্রশ্বাসের দ্রুততা; কাশির সাথে রক্ত আসা।
এগুলো পায়ের রক্তনালীতে রক্ত জমাট বাঁধার লক্ষণ যা মারাত্নক শারীরিক সমস্যার কারন হতে পারে।
৪) ব্যথা ছাড়াই প্রস্রাবের সাথে রক্ত আসা।
এটি বৃক্ক (কিডনি), মুত্র থলি কিংবা প্রস্টেট এর প্রদাহের লক্ষণ।
বিস্তারিতঃ Click This Link
ফেসবুকে আমাদের লাইক করুন
তথ্যসূত্রঃ
Shulman, N., Birge, J., Ahn, J. Your Body's Red Light Warning Signals, Dell, January 2009.
Neil Shulman, MD, professor of internal medicine, Emory University School of Medicine, Atlanta.
Jack Birge, MD, medical director, Tanner Medical Center, Carrollton, Ga.
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।