আমাদের কথা খুঁজে নিন

   

পিএসসি/জেএসসি এর রেজাল্ট এবং কিছু কথা , কিছু ঘটনা ।

গতকালকে অর্থাত্‍ ২৭ ডিসেম্বর দেওয়া হল PSC/JSC এর ফলাফল । এবার পি এস সি তে পাশের হার শতকরা ৯৭.৩৫ শতাংশ । তবে আমাদের বেলায় সব পাশ করত । পাশ কিংবা ফেল করাটা পুরোপুরি অভিভাবকের উপর নির্ভর করত । আমাদের সাথের এক ছেলে পড়ালেখা করেছে এক বিদ্যালয়ে ,সেখানে ফেল করায় অন্য একটি বিদ্যালয় থেকে সার্টিফিকেট এনে উচ্চ বিদ্যালয়ে ভর্তি হয় ।

অষ্টম শ্রেনীতেও একই ঘটনা । কিছু টাকা হলেই ভর্তি হওয়া যেত পরবর্তী শ্রেনীতে । বর্তমান সরকারের অনেক ব্যর্থতার মাঝে এটি একটি সফলতা বলা যেতে পারে । অন্তত এখন পাশ করে পরবর্তী শ্রেনীতে যেতে হয় । আরেকটি ব্যাপার আমি তৃতীয় শ্রেনীতে থাকতে আগস্ট মাসে নতুন বই পেয়েছিলাম ।

আশা করি এখন আর এতদিন অপেক্ষা করতে হয় না । দেশ এগুচ্ছে হয়ত কম ,কিন্তু তারপর ও এগুচ্ছে । বি.দ্র: এইখানে যদি কেউ আমাকে সরকারী দলের দালাল বলবেন না । হাজারো খারাপের মাঝে একটা ভালো খবর তো দিতে পারলাম । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।