ইচ্ছে করে পানকৌড়ির মতন অবেলায় অবহেলায় জীবনটাকে কাটিয়ে দিতে!!
তোর জন্য রেখেছি বিবাগী আকাশ,
ভিনদেশী বাতাস
আর ভরা গাঙ্গের চাঁন! ...
আবির খুব নিবিষ্টচিত্তে রাস্তায় সদ্য আকা আল্পনার দিকে ক্যামেরা তাক করে ছবি তুলছিল! খুব মৃদু স্বরে কারো বলা "হ্যালো, ছবি তুলছেন?" কথাটি কানে গেলো আবিরের, পাশ ফিরে চাইতেই চমকে উঠলো। এ যে অনিন্দিতা!
স্নিগ্ধ হাসি মুখে দাঁড়িয়ে আছে। ধ্রুপদী সৌন্দর্যের প্রতিমা যেন।
আবির কি করবে ঠিক বুঝে উঠতে পারেনা; ক্যামেরা লুকাবে নাকি নিজেকে লুকাবে নাকি অনিন্দিতাকে দেখবে?
সব ভুলে যা করা ঠিক হয়নি তাই করছিল আবির।
খুব অবাক, মুগ্ধ চোখে অনিন্দিতাকেই দেখছিল।
অনিন্দিতা কিছুটা সরে দাড়াতেই আবিরের ঘোর কাটলো যেন! হঠাত করেই এতক্ষণ পরে অনিন্দিতার প্রশ্নের উত্তর দেবার কথা মনে হল,
হ্যাঁ, না - মানে এইতো ভাবলাম শহীদ মিনারের আশে পাশে কিছু ছবি তুলি!
পরক্ষণেই মনে হল দেশ সেরা এই ফটোগ্রাফারকে সে এসব কি বলছে।
লজ্জা পেলো নিজেই।
অনিন্দিতার সেই হাসি মুখ। অপার্থিব সৌন্দর্য! কপালে জ্বলজ্বলে লাল টিপ। যেন সুর্যকে ধারণ করে আছে।
দ্বিধা কাটিয়ে আবির বলল, আপনি ছবি তুলতে এসেছেন, নাহ?
হুম! মৃদু কণ্ঠে অনিন্দিতা জানায়।
আবির কিছু বলে না। একুশের সন্ধ্যাটা এতো সুন্দর এমন মায়াবী হল কেমন করে তাই ভাবছে সে! এই যে আলো ছায়া বিশাল বৃক্ষরাজি আল্পনা আঁকা রাজপথ দাড়িয়ে থাকা শহীদ মিনার - কিছুক্ষণ আগেও কি এমন রূপবতীই ছিল সকল?!
... ঝুপ করে যে বিকাল মিলিয়ে যায় তেপান্তরের মাঠে, একদিন দুজনে তার কাছে যাবো!
বেভুলো মনের আলিন্দে যে ঘুঘু ডেকে যায় অহর্নিশি; খুজে নেবো তাকেও!
যাবে তুমি?
**
শুভেচ্ছা সবার জন্য!
দীর্ঘ এক মাস বইমেলার ব্যাস্ততা শেষ হল। ব্লগার কবি সাহিত্যিক প্রকাশক লেখকদের জন্য এ মাসটি অন্য রকম এক মাস। নতুন বই এর ঘ্রাণ, পাঠকদের শুভাশিষ, বন্ধু বান্ধব আড্ডা আলোচনা ছবি হাসি গান সব মিলিয়ে অনিন্দ্য এক অনুভুতি।
আমি ব্যক্তিগতভাবে কৃতজ্ঞতা ভালোবাসা জানাই সকল সহব্লগার বন্ধুদের। যারা মেলায় গিয়েছেন, দেখা হয়েছে, কথা হয়েছে তাদের সবার জন্য অশেষ কৃতজ্ঞতা ভালোবাসা।
"এক রঙ্গা এক ঘুড়ি" এবং আমার পক্ষ থেকে অফুরান শুভকামনা সবার প্রতি।
ছবি কৃতজ্ঞতাঃ
পোষ্টের ছবিটি নেয়া হয়েছে ফেসবুক পাতা FTimages হতে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।