আমাদের কথা খুঁজে নিন

   

আর কতকাল আমরা বালের মানুষ রয়ে যাব!

বেলা ডুবে যায়

একটা বালের দেশে আছি আমরা! অনাকাংখিত বিভিন্ন সমস্যায় জর্জরিত বালের দেশটা! আসলে দেশটা বালের নয়, দেশটা সুন্দর। এই সুন্দর দেশটায় কিছু বালের মানুষ থাকে।

কি রাগ করেছেন প্রথমে প্রিয় দেশকে আর পরে কিছু মানুষকে গালি দেয়ায়? বললেই বুঝবেনঃ
প্রথম আলো পত্রিকার ০২/০৩/২০১৪ তারিখের অনলাইন সংস্করনে 'কে খুঁড়ল এই সুড়ঙ্গ?' শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়েছে। যা থেকে জানা যায় যে, নাটোরের একটি গ্রামে সাত ফুট লম্বা ও তিন ফুট প্রশস্ত একটি সুরঙ্গ পাওয়া গেছে। জায়গাটি নির্জন।

জমির মালিক গরু বাঁধতে গিয়ে সুরঙ্গটি দেখতে পান। খবর পেয়ে ইউপি চেয়ারম্যানসহ অনেক গ্রামবাসী দেখতে আসেন। এ বিষয়ে তদন্ত হবে কে বা কারা কাজটি করেছে, তাদের উদ্দেশ্যই বা কি ছিল। (লিঙ্কঃ Click This Link

আমি যখন খবরটি পড়েছি ততক্ষন পর্যন্ত ছয়টি মূল মন্তব্য পরেছিল। তারমধ্যে চারটিতেই যথাক্রমে শিবির-রাজাকার, আফগানিস্তান, আওয়ামিলীগ আর হাওয়া ভবনের নাম এসেছে।

এটি একটি অতিক্ষুদ্র উদাহরণ মাত্র। আমরা বৃহত্তম জাতীয় ইস্যুটি থেকে শুরু করে অজোপাড়াগাঁয়ের একটি খবরেও লেজুড়বৃত্তি করতে ছাড়িনা। আর এতে প্রকৃত দুর্নীতিবাজরা, সুবিধাভোগীরা আর সন্ত্রাসীরা পার পেয়ে যাচ্ছে।

এখন কি হচ্ছে, যে কোন ব্যাপারেই আমরা বেশীর ভাগ মানুষ চার পাঁচটা শ্রেনীতে ভাগ হয়ে যাচ্ছি। আমি যখন কোন কিছুর বিরুদ্ধে প্রতিবাদ করছি, আমার ভাই অন্যায়কারীর ঢাল হিসেবে কাজ করছে।

আবার আমার বন্ধু যখন কোন অন্যায়ের প্রতিবাদ করছে, তখন আমি তারই বিরুদ্ধে হাতিয়ার হিসেবে ব্যবহৃত হচ্ছি। আর হাতে গোনা কিছু মানুষ নিরপেক্ষ থাকার চেষ্টা করে। অথচ এমন যদি হত যে, ইস্যু আসলেই আমরা একাট্টা হয়ে দলমত ভুলে অন্যায়ের বিচার চাইব। আর হাতে গোনা কিছু মানুষতো থাকবেই যারা না বুঝে অন্যায়ের পক্ষে সাফাই গাইবে।

আমাদেরকে বিভেদ ভুলে অন্যায়ের বিরুদ্ধে স্লোগান দিতেই হবে।

আর এটা করতে হবে আমাদের দেশের স্বার্থে, আমাদের স্বার্থে আর শিশু-কিশোর প্রজন্মের ভবিষ্যতের স্বার্থে। আশা করি সেই একাট্টা হওয়ার দিন শীগ্‌গির আসবে, আর আমাদের প্রিয় দেশ, আমাদের সমাজ থেকে অন্যায় কমবে আর অন্যায়ের প্রতিবাদ বাড়বে, বাড়বে বিচার।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।