আমাদের কথা খুঁজে নিন

   

মন ভাঙ্গা ক্রিকেট রঙ্গ

চার ছক্কা মারতে চাও
আফিম খায়া ব্যাট চালাও,
ফেনসিডিল আর ইয়াবাতে
জোশ পাবেনা অত তাতে।

তালপাতার নাসির মিয়া
গায়ের জোরে চালায় গিয়া,
বলে আমায় কর আউট
করছি শুরু ক্যাচের বাউট।

পৌরুষেরই জোর জাগেনা
দেশের কথা মনে ভাসেনা,
কখন ক্যামনে খেলতে হবে
শিখো ক্লাসে ক্রিকেট তবে।

দায়িত্ব নিয়ে খেলতে যবে
সবুরে মেওয়া ফলবে সবে,
দেশের মান রাখতে হলে
পরো মুশফিকুরের গলে।

খাও, পড়, প্রেম কর ক্রিকেট
ক্রিকেটঅজ্ঞদের পাঠাও ফুকেট।

সোর্স: http://prothom-aloblog.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।