সিলেট কি এর আগে এতো সুন্দর কোন ফ্ল্যাশ মোব দেখেছে? অথবা বাংলাদেশ??
কেউ কেউ আমাকে ডেকে জিজ্ঞেস করে, আপনারা বুঝি ঢাকা থেকে এসেছেন? আমি হাসি।
কেউবা আবার বলে এরা বিদেশী, শুনে আবারও আমি হাসি।
অথচ আমরা তাদের পাশেই থাকি। তারা কল্পনাও করতে পারেনি আমরাও সিলেটি। এবং আমরাই চারপাশে শতশত মানুষ আর গাড়ির মাঝে ভীরের ভেতর থেকে একে একে এসে নাচ শুরু করে দিয়েছি।
একেক জন এতো আনন্দ নিয়ে নাচতেছিল যে মানুষ অবাক হয়ে আমাদেরকে ঘিরে তাকিয়েছিল। এত বড় মাপের মজা আর চ্যালেঞ্জের অভিজ্ঞতা ভুলার নয়। আমাদের কাজে সবাই এত বেশি পরিশ্রমী এবং আন্তরিক ছিল যে শেষ পর্যন্ত স্ট্রিট ড্যাঞ্চটি আমরা উঠাতে পেরেছি।
এখন শুধু আইসিসির ঘোষণার অপেক্ষায়। ইউটিউবে আপলোড করার পর যাদের কোরিওগ্রাফটা বেশি সুন্দর বলে দর্শক রায় দিবে, তাদেরটাই হবে ICC T20 WORLDCUP 2014, BANGLADESH এর অফিসিয়াল মিউজিক ভিডিও এবং সব টিভি চ্যানেলে এই ভিডিও প্রকাশ করা হবে।
বড় ধরনের একটা আশা করতেই পারি। /।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।