মোবাইল হারানোর তিক্ত স্বাদ আরো বহু আগেই পেয়েছি। কিন্তু এবার হলো নতুন অভিঙ্গতা । প্রায় ৫০০ জরূরী নাম্বার, একবছর ধরে ৪ জিবি মেমোরিতে সংগ্রহ করা কিছু পছন্দের গান ও ৩ বছর ধরে ব্যবহৃত নকিয়া ক্লাসিক ৬৩০৩ সেটটি হারিয়ে শোকে কাতর না হলেও বাবা-মা, আত্নীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও আমার সকল শুভাকাঙ্খীদের থেকে পুরো বিচ্ছিন্ন হয়ে আছি ৩ দিন ধরে।
একটুও মায়া হচ্ছে না মোবাইলটার জন্য! বরং কষ্ট হচ্ছে, কিছু নাম্বারের জন্য। যে গুলো তিলে তিলে সংগ্রহ করেছি ৪ বছর ধরে।
দেশের যত যায়গায় গিয়েছি, যত মানুয়ের সাথে মিশেছি ফেরার পথে হয়তোবা মোবাইল নাম্বারটা নিয়েছিলাম আবার দেখা না হলেও যেন অন্তত ফোন করে দু এক মিনিট কথা বলতে পারি।
কষ্ট হচ্ছে অনেক বন্ধুদের জন্য, যাদের সাথে একটি বারও মুখোমুখি হইনি। কিন্তু, মোবাইলের মাধ্যমেও আমাদের বন্ধুত্বের ভীত ছিল অনেক শক্ত। প্রতিদিন না হলেও প্রতি সপ্তাহে কথা হত কিছু বন্ধুর সাথে। নিরুপায় আমি মোবাইলটি হারিয়ে।
সিম কার্ডটিও রেজিষ্ট্রেশন করা ছিল না। তাই নাম্বারটি পূনরায় চালু করা সম্ভব হবে কিনা, নিশ্চত নই। এজন্য হয়তোবা কিছু বন্ধুকে হারাতে হবে চিরতরে..........
ভাবিনি কখনও এমন পরিস্থিতির মুখোমুখি হতে হবে আমায়। তাই কোন কিছুরই Backup রাখার প্রয়োজন অনুভব করিনি। কিন্তু বাস্তবতা অনেক কঠিন।
আজ তিন দিন অতিবাহিত হলো নাম্বারটি একনাগারে বন্ধ। মোবাইলটা অজান্তেই হয়তোবা কোথাও ফেলেছি কিংবা কেউ পকেট থেকে তুলে নিয়েছে। মানুষটিও হয়েতাবা একটা বার হলেও মোবাইলটা ঘেটেছে। ৫শতাধিক কন্টাক্ট নাম্বার, হাজারোর্ধ মেসেজ, প্রয়োজনীয় ডাটা এত কিছু দেখেও তার মনটা চাইল না ফোনটা ফেরত দিতে। বিবেক কি একটুও জাগ্রত হলো না তার?
চাই না মোবাইল! শুধু চাই সিমকার্ড ও কন্টাক্ট নাম্বারগুলি।
অনুরোধের এই শব্দ ক'টা কি সেই ব্যাক্তিটার কানে পৌছাবে?
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।