আমাদের কথা খুঁজে নিন

   

জয় পেল পাকিস্তান

চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তানের লড়াইয়ে উত্থান-পতনও কম ছিল না। শেষ পর্যন্ত এই ম্যাচে জয় পেল পাকিস্তান।   ভারতকে ১ উইকেটে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে পথে এগিয়ে গেল তারা।

এর আগে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ভারত ওপেনার রোহিত শর্মা, আম্বাতি রয়োদু ও রবীন্দ্র জাদেজার অর্ধশতকের ওপর ভর করে নির্ধারিত ৫০ ওভারে ২৪৫ রান স্কোরবোর্ডে জমা করে। রোহিত শর্মা ৫৬, আম্বাতি রয়োদু ৫৮ রান করে আউট হলেও রবীন্দ্র জাদেজা ৫২ রানে অপরাজিত থাকেন।

অধিনায়ক বিরাট কোহলি এদিন ৫ রানের বেশি এগুতে পারেননি। এছাড়া শিখর ধাওয়ান ১০, আজিঙ্কা রাহানে ও দিনেশ কার্তিক দু’জনেই করেন ২৩ রান করে।

পাকিস্তানি বোলারদের মধ্যে স্পিনার সাঈদ আজমল তিনটি, মোহাম্মদ হাফিজ ও মোহাম্মদ তালহা দু’টি করে এবং উমর গুল নেন এক উইকেট।

ভারত : শেখর দাওয়ান, রহিত শর্মা, রাহানে, বিরাট কোহলি (অধিনায়ক), কার্তিক (উইকেট কিপার), রাইডু, রবিন্দ্র জাদেজা, অশ্বিন, বিনয় কুমার, মিশরা, সামি আহমেদ।

পাকিস্তান : আহমেদ শেহজাদ, শিরজিল খান, মোহাম্মদ হাফিজ, সোহাইব মাকসুদ, মিসবাহ-উল-হক (অধিনায়ক), শহিদ আফ্রিদি, ওমর আকমল (উইকেট কিপার), জুনায়েদ খান, মোহাম্মদ তালহা, সাহেদ আজমল, ওমর গুল।

 

ভারত : শেখর দাওয়ান, রহিত শর্মা, রাহানে, বিরাট কোহলি (অধিনায়ক), কার্তিক (উইকেট কিপার), রাইডু, রবিন্দ্র জাদেজা, অশ্বিন, বিনয় কুমার, মিশরা, সামি আহমেদ।

পাকিস্তান : আহমেদ শেহজাদ, শিরজিল খান, মোহাম্মদ হাফিজ, সোহাইব মাকসুদ, মিসবাহ-উল-হক (অধিনায়ক), শহিদ আফ্রিদি, ওমর আকমল (উইকেট কিপার), জুনায়েদ খান, মোহাম্মদ তালহা, সাহেদ আজমল, ওমর গুল।

- See more at: http://www.news69bd.com/?p=10988#sthash.24ZFJErF.dpuf
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।