আমাদের কথা খুঁজে নিন

   

কোচ-অধিনায়কের সঙ্গে বিসিবি সভাপতির বৈঠক

রোববার সেই লক্ষ্যে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নিজ কক্ষে বাংলাদেশের অধিনায়ক মুশফিকুর রহিম ও কোচ শেন জার্গেনসেনের সঙ্গে আলাদা বৈঠক করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান।

বিসিবির গণমাধ্যম ও যোগাযোগ কমিটির সভাপতি জালাল ইউনুস জানিয়েছেন, বৈঠকে সাবেক অধিনায়ক ও বিসিবির ক্রিকেট পরিচালনা কমিটির প্রধান আকরাম খানও উপস্থিত ছিলেন।

ঘরের মাঠে বাংলাদেশ কেন ব্যর্থতার বৃত্তে বন্দী, মুশফিক ও জার্গেনসেনের কাছে তা জানতে চেয়েছেন নাজমুল হাসান। সাফল্যের ধারায় ফেরার জন্য বিসিবির করণীয় কিছু আছে কিনা, তাও জানতে চেয়েছেন তিনি।

অধিনায়ক ও কোচ বিসিবি প্রধানকে জানিয়েছেন, প্রতিটি ম্যাচে কার্যকর পরিকল্পনা নিয়ে মাঠে নামা হলেও তা বাস্তবায়নে সমস্যা হচ্ছে।

শিগগিরই বিরূপ পরিস্থিতি থেকে উত্তরণের ব্যাপারে আশাবাদী তারা।

আফগানিস্তানের কাছে হারের পর মুশফিক সংবাদ সম্মেলনে বলেছিলেন, যারা ভালো খেলতে পারছে না প্রয়োজনে তাদের বাদ দিয়ে নতুন কাউকে সুযোগ দেয়ার জন্য। এ ব্যাপারে বিসিবি সভাপতি তার সঙ্গে একমত। ভালো খেলতে না পারলে নতুন কাউকে সুযোগ দেয়ার পক্ষপাতী তিনি।

জার্গেনসেনও ব্যক্তিগতভাবে দলের প্রত্যেক সদস্যের সঙ্গে আলাদা ভাবে কথা বলেছেন।

যত দ্রুত সম্ভব দলকে জয়ের ধারায় ফেরানোর প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।