আমাদের কথা খুঁজে নিন

   

আর দাবায়ে রাখতে পারবা না

কি যেন খুজি নিজেই জানিনা




অগ্নিঝরা মার্চ এসেছে আবার
হৃদয় তন্ত্রীতে ঝড় উঠিয়ে
সোহরা ওয়ার্দি থেকে এখনো যেন ভেসে আসে কানে
'আর দাবায়ে রাখতে পারবা না'। ।


আত্মঘাতী বাঙালি হয়ে উঠল প্রতিবাদী
প্রতিশোধের হিংসায় খুলে গেল বাংলা আগ্নেয়গিরির দুয়ার
দাউ দাউ করতে থাকা আগুন নেভাতে এল
জলপাই রঙের হায়েনার দল । ।


আড়ালে আবডালে চললো নৃশংসতা
পথ-ঘাট-মাঠ হল রক্তে রঞ্জিত
শয়তানের প্রেতাত্মা চেপে বসল
খেটে খাওয়া মজুরের উপর
কৃষকের উপর
কুলি আর শ্রমিকের উপর
এ মাসেরই ২৬ তারিখ ।




ক্যাম্পাস গুলো হল খুনে লাল
রক্ত গড়াগড়ি খেললো সর্বত্র
প্রকম্পিত আকাশ বাতাস পিশাচের থাবায় হতে চললো নিশ্চিহ্ন
শুরু হল প্রতিবাদ প্রতিশোধ আর দ্রোহ
মাঠে নামলো দামাল ছাত্র
কৃষক মজুর আর শিল্পী
আর হাতে ধরলো
বাঁশের লাঠি ,বল্লম,বর্শা,খন্তি,কুড়াল,দা । ।



দীর্ঘ ৯ মাস পর
মুক্তির আশায়
স্বাধীনতার চেতনায় আর পদক্ষেপে
বিজয় এল
পাকিস্তানের কবর রচিত হল
পুব আকাশে দেখা মিললো
রক্তিম মায়াবী সুর্যের । ।



অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।