কমিউনিকেশন ফর ডেভেলপমেন্ট (C4D) ময়মনসিংহ এডিপি, ওয়ার্ল্ডভিশন বাংলাদেশ এর সহায়তায় শিশুদের নিয়ে শিশুদের অধিকার বিষয়ক একটি কার্যক্রম বাস্তবায়ন করে আসছে । অদ্য ২রা মার্চ ২০১৪ ইং তারিখ রোজ রবিবার বেলা ১০ ঘটিকা থেকে সারাদিন ব্যাপী ব্রক্ষশৈলী চারুতলা কাঁচিঝুলি প্রাঙ্গনে একটি ছবি প্রদর্শনীর আয়োজন করে যার মূল সুর হলো “ আমাদের ছবি আমাদের কথা বলে” Our Photos speaks on us" এ ছবি প্রদর্শনীর মূল লক্ষ্য হলো ছবির মাধ্যেমে শিশুদের সার্বিক চিত্র তুলে ধরা এবং তাদের অধিকার বিষয়ক অবস্থার জনসাধারনকে জানান দিয়ে সচেতন করা । কমিউনিকেশন ফর ডেভেরপমেন্ট (C4D) কার্যক্রমে যে ১৬ জন শিশু সাংবাদিক রয়েছে তারা নিজেরাই ছবিগুলো তুলেছে এবং এ প্রদর্শনীতে মোট ৩০টি ছবি স্থান পেয়েছে । বিষয় ভিত্তিক ছবিগুলো নির্ধারন করা হয়েছে যেমন- শিশু শিক্ষা, শিশু শ্রম, স্কুল ড্রপআউট, শিশু স্বাস্থ্য (পরিষ্কার পরিচ্ছন্নতা), সমাজে শিশুদের প্রতি নেতিবাচক আচরন ইত্যাদি । এ প্রদর্শনীতে ময়মনসিংহ এডিপি, ওয়ার্ল্ডভিশন বাংলাদেশ দ্বারা পরিচালিত ৫টি শিশুফোরামের সদস্যগন ও ৫টি কমিউনিটি বেইজড র্অগানাইজেশন এর নেতৃবৃন্দ এবং সাধারন শিশুগন প্রায় ১২৫ জন উদ্ভোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিল ।
ছবি প্রদর্শনীর উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থি ছিলেন জনাবা ফরিদা ইয়াসমিন, শিশু বিষয়ক কর্মকর্তা, ময়মনসিংহ জেলা, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব ডঃ আবুল মনসুর সহসভাপতি, আলোকচিত্র শিল্পী সংসদ, ময়মনসিংহ, জনাব আতাউল করিম খোকন, সাধারন সম্পাদক, ময়মনসিংহ প্রেস ক্লাব, ময়মনসিংহ, এবং জাতীয় এবং স্থানীয় বিভিন্ন পত্র পত্রিকার সাংবাদিক বৃন্দ । উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মিস্ রেনু বাউল, এডিপি ম্যনাজার, ময়মনসিংহ এডিপি, ওয়াল্ডভিশন বাংলাদেশ । অতিথিবৃন্দ শিশুদের এ কার্যক্রমকে স্বাগত জানান এবং তাদেরকে উৎসাহিত করেন এবং উনাদের বক্তব্যে বলেন যে এটি একটি ভিন্নধর্মী এবং ফলপ্রসু আয়োজন যার মাধ্যমে শিশুদের অধিকার আদায়ের জন্য এবং জনগনকে সচেতন করার জন্য একটি বিশেষ কার্যক্রম ।
সারাদিনব্যাপী এ আয়োজনে মাঝে মাঝে সংগীত পরিবেশন এবং মানবতার, সংহতির, একাত্বতার বিভিন্ন ধরনের কবিতা আবৃতি করা হয় শিশু ফোরামের সদস্যবৃন্দ এবং সকল জনসাধারনের জন্য উন্মুক্ত ছিল । বিকালে বাইরের অনেক জনসাধারনের উপস্থিতি প্রমান করে এটি একটি শিশুদের জন্য শিশুদের দ্বারা আয়োজিত একটি ভিন্ন মাত্রার আয়োজন যা শিশুদের অীধকার আদায়ের জন্য এবং শিশু অধিকার বিষয়ে জনগনকে সচেতন করার জন্য ফলপ্রসু একটি কার্যক্রম ।
সকল ধরনের সার্বিক সহযোগিতা এবং আর্থিক সহায়তা করে ময়মনসিংহ এডিপি, ওয়াল্ডভিশন বাংলাদেশ ।
কিছু ছবি দেয়া হলো---------
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।