পাবনার বেড়া উপজেলার নাকালিয়া বাজারের পাঁচ স্বর্নের দোকানে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। গত রবিবার দিবাগত রাতে বাজারের নৈশ প্রহরীর হাত-পা ও মুখ বেধে রেখে ডাকাতরা প্রায় ২০৮ ভরি স্বর্নালংকার ও ১১শ' ভরি রৌপ্য লুটপাট করে নিয়ে যায়।
পাবনার বেড়া সার্কেলের সহকারী পুলিশ সুপার এবি সিদ্দিক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, নাকালিয়া বাজারের অবস্থিত স্বর্ণ কুটির, মাতৃ জুয়েলার্স, সুমন জুয়েলার্স, মুসলিম জুয়েলার্স, অসীম জুয়েলার্সসহ আরো দুইটি মনোহারী দোকানে ডাকাতি হয়েছে। ব্যবসায়ীদের দাবি অনুযায়ি ডাকাতরা ২০৮ ভরি স্বর্ণ, ১১শ' ভরি রৌপ্য ও নগদ অর্থ লুটপাট করে নিয়ে গেছে। সকালে গ্রামবাসী নৈশ প্রহরীর হাত-পা ও মুখ বাধা অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। এ ঘটনায় বেড়া থানায় একটি মামলা করা হবে বলে তিনি জানান।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।