গ্রিসে ধর্মঘটে সাড়া দিয়ে ফেরি চলাচল বন্ধ হয়ে যাওয়ায় গণ পরিবহনের ওপর এর তীব্র প্রতিক্রিয়া পড়েছে। হাসপাতালগুলোতে কেবলমাত্র জরুরি সেবা চালু আছে।
ব্যয় কাটছাঁট অবিলম্বে বন্ধের দাবিতে গ্রিসের ট্রেড ইউনিয়নগুলো ধর্মঘট পালন করছে।
গ্রিস সরকারের দাবি, দেশটির গভীর অর্থনৈতিক সংকট কাটানোর জন্যেই কৃচ্ছ্র পদক্ষেপ অনিবার্য হয়ে পড়েছে। কিন্তু ট্রেড ইউনিয়নগুলো বলছে, ব্যয় কাটছাঁটের নানা পদক্ষেপের কারণে গ্রিসে বেকারত্বের রেকর্ড সৃষ্টি হয়েছে।
আর তাই এর বিরুদ্ধে বিক্ষোভে নেমেছে তারা।
ওদিকে, তুরস্কে মে দিবসের ছুটির দিনে শ্রমিকরা ইস্তাম্বুলের কেন্দ্রস্থলে তাকসিম স্কয়ারে সমাবেশের জন্য জড়ো হতে শুরু করায় পুলিশ তাদের জলকামান ও টিয়ার গ্যাস ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দিয়েছে।
সরকার তাকসিম স্কয়ারে মে দিবসের বিক্ষোভ নিষিদ্ধ করার পর বুধবার এ চত্বরটি বন্ধ ছিল। কিন্তু শ্রমিকরা সীল করা এ স্কয়ারটিতে জড়ো হওয়ার চেষ্টা নিলে পুলিশের বাধার মুখে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
গ্রিস, তুরস্ক ছাড়াও বিশ্বজুড়ে বিভিন্ন দেশে মে দিবসে বিক্ষোভ করেছে শ্রমিকরা।
এশিয়ার বাংলাদেশ, ইন্দোনেশিয়া, ফিলিপাইনসহ বেশিরভাগ দেশেই বিক্ষোভ হয়েছে।
ক্যাম্বোডিয়ার শ্রমিকরা মজুরি বৃদ্ধির দাবিতে নমপেনে বিক্ষোভ করেছে। মস্কোয় বিক্ষোভ করেছে অন্তত ৭০ হাজার মানুষ। স্পেনের ৮০ টিরও বেশি নগরীতে বিক্ষোভ মিছিল হয়েছে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।