আমাদের কথা খুঁজে নিন

   

ঠিক আছে, লীগ একসময় জামাতের লগে জোট বাঁধছিলো। তো কি হইছে?!?!?

হঠাৎ কইরা ইনুর সাথে ছাগু-শিরোমণির করমর্দনের ছবি নিয়া ব্যাপক কাবঝাব করতেছে ছাগুছানার দল। আর ইনু মিয়াও আরেক চিজ, সে কইলো ছাগু-শিরোমণি তার কাছে মাফ চাওনের লেইগা হাত জড়ায় ধরছে (হাপো’গো কথা হুইনা মনে হয় আমগো নাক টিপলে অহনো দুধ বাইরায়)। আমার প্রশ্ন হইলো ইনু কে এমন হইয়া গেছে যে তার কাছে মাফ চাওনের লেইগা মাইনসে তারে যেইহানে পাইবো ওইহানেই তার হাত-পায়ে লুটায় পড়বো?!?! এইদিকে চামে সুযোগ পাইয়া ছাগুছানার দল আবারও তাদের পুরনো চিল্লাফালা শুরু করে দিল। তাগো পুরান আর্কাইভ থেকে আবার একই ছবি বারবার শেয়ার করা শুরু হইলো। ছুপা-ছাগু কিংবা বুদ্ধি হাঁটুতে নিয়া চলা ‘জাতির বিবেক’ সমতুল্য ফেবু পেইজগুলাও ধুমায় এই ছবিগুলান শেয়ার দিয়া বারংবার প্রমাণ করিবার কোশিশ করিতে লাগিলো যে বিম্পি জামাতের লগে জোট বাইন্ধা কোন ভুল করে নাইক্কা।

যদি ভুল কইরাও থাকে তাইলে আম্লীগ এই ভুল পথে আগে পা বাড়াইছে। কি চমৎকার কথা, “পাশের বাড়ির পোলাডা রাস্তায় হাগতে পারলে আমি পারুম না কিল্লেইগা” মার্কা যুক্তি। ওরে ***র পুতেরা, দেশটা কি তোগো কিনা সম্পত্তি যে যখন ইচ্ছা, যেইহানে ইচ্ছা, যেমনে ইচ্ছা, যার লগে ইচ্ছা হাইগা থুইবি আর আমরা চাইয়া চাইয়া দেহুম? যাউজ্ঞা, তর্কের খাতিরে মাইনা লইলাম যে আম্লীগও ওয়ান্স আপন এ টাইম জামাতের লগে জোট বাঁধছে। আমার কথা হইলো লীগ জোট বাঁধছিলো ভালা কথা, জোট আবার ভাইঙ্গাও দিছে। বিম্পির লাহান বেকুব না যে নিজের **কি দিয়া জামাত নামক সুতাকির্মি ঠেইলা-ঠুইলা ঢুকায় রাইখা দিবো।

সবার আগে কথা হইলো জামাত কোন জাতের দলই না, এইডা হইতাছে ইসলামের নাম ভাঙ্গায় খাওয়া ব্যবসায়ীগো (আগে কসাই আছিলো, পরে চামে চিক্কণে ব্যবছায়ী হইছে) একটা সমিতি যাগো বিশাল একখান ছাগলের পাল আছে যেইগুলানরে ইসলামের বড়ি গিলাইয়া হিপ্নোটাইজ কইরা রাখছে আর ছাগলগলাও আশায় আছে কহন ব্যবসায়ী সমিতি মুখ তুইলা চাইবো তাগো দিকে আর তারা ধন্য হইয়া যাইব। আর এইরকম ব্যবসায়ী সমিতিরে দুনিয়ার সব জায়গায়ই রাজনৈতিক দলগুলা নিজেগো স্বার্থে ইউজ করে যেমনটা লীগ করছে ৯৫-৯৬ এ তত্ত্বাবধায়ক সরকারের দাবীতে। মাগার বিম্পির লাহান বেকুবি করে নাই যে রাস্তায় এক বেডার লগে বাসে দেহা হইছে, ওর লগে একই রাস্তা দিয়া আইছি তাই ওরে অহন আমার বাড়িত জায়গা দিমু নিজের পোলা মাইয়ারে ঘর থেইকা বাইর কইরা দিয়া হইলেও। ছাগুপোনা রা কয় তাগো বাপেরা ৭১-এ কোন অপরাধ করে নাইক্কা, এই যুদ্ধাপরাধীগো বিচার লীগের একটা রাজনৈতিক হাতিয়ার মাত্র। কষায়া থাবড়া দিমু নাটকীর পুতেগোরে যে এই কথা কইবো।

৭১ এ কে কি করছে আমাগো ভালা মত জানা আছে। গোআ-নিজামী-সাইদীরে ঝুলাইয়া দেওয়া যদি আম্লীগের রাজনৈতিক হাতিয়ার হয়, তাও আমি লিগের পক্ষে আছি। ক্ষমতা পোক্ত করনের লেইগা সব শূয়রের বাচ্চাই হারাম খুন-খারাবী করে। জিয়া ক্ষমতায় আইসাই সেনাবাহিনীর বামপন্থী ইউনিটসহ কয়জনরে কোর্ট মার্শালে ঝুলাইয়া দিছিলো জাতি ভুলেনাই। জামাত-শিবির ক্ষমতায় আনের লেইগা ৭১ এ পা ও চাটছো তোমাগো পাকি বাপগো।

সবই মনে আছে। আর এখন যদি আম্লীগ কয়েকটা আত্মস্বীকৃত রাজাকাররে ঝুলাইয়া দেয় বিচার কইরা, তাইলেই হেরা খারাপ? হ, আম্লীগ অবশ্যই খারাপ। ওগো উচিৎ আছিলো গোআ- সাকা-নিজামী-সাইদীরে ধইরা পাবলিকের হাতে ছাইরা দেওয়া। তাইলে যদি শহীদ পরিবারগুলা শান্তি পাইত সেই দৃশ্য দেইখা। দিজ বাস্টার্ডস ডু নট ডিজার্ভ এ ট্রায়াল।

দে শুড ডাই এ ডগস ডেথ। দে শুড বি স্টোনড টু ডেথ উইদাউট এনি অপশন ফর দেয়ার সেলফ ডিফেন্স। আর এর প্রতিবাদ কইরা লাভ নাই। ইসলামে জায়েজ আছে অন্যায় হত্যাকারীকে মৃত্যুদণ্ড দেওয়ার। আর আম্লীগ যদি মনে করে এই বিচার ঝুলাইয়া দিয়া পরের বার ইলেকশন পার করবো তাইলে লীগের মুহেও কইষা জুতার বারি।

রাজাকারগুলারে ঝুলাইতে হইব এবং এই টার্মেই। এর কোন বিকল্প নাই। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ২৪ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।