সিঁড়ি
বাড়ির ছাদে বাগান করা আর সিঁড়ি বেয়ে বাড়ির ছাদে উঠে পুরা শহরের সৌন্দর্য দেখার বড় শখ ছিল। অবশেষে আমাদের একটা পাঁচ তলা বাড়ি হল। কিন্তু আমার শখ হুয়িল চেয়ার কেড়ে নিলো।
যমজ বোন
আমার যমজ বড় বোনের আগামীকাল বিয়ে ছিল। কিন্তু আজ রাতে সে তার প্রেমিকের সাথে পালিয়ে চলে গেছে।
পরিবারের সবাই এখন বাপ-দাদার মান ইজ্জত রক্ষার দায়িত্ব আমার কাঁধে চাপিয়ে দিয়েছেন।
ক্রসফায়ার
শুধু নামের সাথে মিল থাকার কারণে আমার ছেলে মিলন কে র্যাব ধরে নিয়ে ক্রসফায়ার করেছে। পরে র্যাব তাদের ভুলটা আবিষ্কার করলো যে তারা ভুল মানুষ ক্রসফায়ার করেছে। এখন র্যাব তাদের ভুল শুধরানোর জন্য আমাকে তন্নতন্ন করে খুঁজছে ।
কারাগার
আমার বেলাল চাচা গ্রাম থেকে শহরে বেড়াতে গিয়ে হারিয়ে গিয়েছিলেন।
বিশ বছর পরে বেলাল চাচা ফিরে এসে আমাদের বললেন - পুলিশ তাকে রাস্তা থেকে সন্দেহ করে ধরে নিয়ে গিয়েছিল। এখন আমরা দলবেঁধে প্রতি রাতে বেলাল চাচার কাছে বিনা বিচারে, বিনা অপরাধে তার বিশ বছর জেল কাটার গল্প শুনি।
ভিনদেশী যুবতী
রিসেন্টলি এক ভিনদেশী যুবতীর সাথে পরিচয় হল, যে তার পনের-তম পুরুষের সাথে ব্রেকাপ করার পরেরদিন তার পয়ত্রিশতম জন্মদিন পালন করলো। পুরুষ আর শহর বদল করতে করতে তাকে অনেক ক্লান্ত দেখাচ্ছিল। সে এখন এক পুরুষ আর এক শহরে স্থায়িভাবে বসতি স্থাপন করতে চায়।
_______________________
তিন লাইনের গপ-০১
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।