আমাদের কথা খুঁজে নিন

   

ভারত-পাকিস্থান দ্বন্দ, তাতে আমার কি আসে যায় ?





কলেজে পড়ার সময় এক ব্রিটিশ বন্ধু জুটেছিল আমার। এক বিয়েবাড়িতে পরিচয়, তারপর সে সপ্তাদুয়েক ছিল; আমরা একসাথে বেশ ঘোরাঘুরি করেছিলাম।

ওকে একদিন জিগ্যেস করলাম, "দোস্ত, তুমি ব্রাজিল, নাকি আর্জেন্টিনা?"

দোস্ত অবাক হয়ে বলে, "আমি ব্রাজিল-আর্জেন্টিনা হতে যাব কেন? আমি ইংল্যান্ড। "

আমি বললাম, "ধুর ব্যাটা, ইংল্যান্ড কোনো জাতের টিম হইলো? বুঝলাম যে তুমি ইংল্যান্ডের সাথে অন্য কারো খেলা হলে ইংল্যান্ড। কিন্তু যখন ইংল্যান্ড'এর খেলা থাকে না, তখন তুমি কোন দল সাপোর্ট করো?"


ব্যাটা আরো অবাক, "আমি অন্য দল কেন সাপোর্ট করতে যাব? ইফ ইংল্যান্ড ইজ নট দেয়ার, নাথিং এল্স ম্যাটারস।

"

মানে কি? ব্যাটা আমাকে ভূগোল পড়ায় নাকি !!! আমার কাছে তখন ফুটবল মানে হয় ব্রাজিল নাহলে আর্জেন্টিনা। ক্রিকেটে হয় ইন্ডিয়া নাহয় পাকিস্তান। কিছু ইতালি-জার্মানি-ওয়েস্ট ইন্ডিজ-সাউথ আফ্রিকা থাকতে পারে, কিন্তু ওরা তো বিকল্পধারা

তাই সেদিন ওই ব্যাটা ব্রিটিশকে আমার চরম ভন্ড মনে হয়েছিল।

আজকে ওই দোস্তর ফিলিংসটা খুব ভালভাবে বুঝতে পারি। ইন্ডিয়া হারলেই আমার কি, আর পাকিস্তান জিতলেই আমার কি।



ইফ বাংলাদেশ ইজ নট প্লেইং, নাথিং রিয়েলি ম্যাটারস।
(collected )

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।