আমাদের কথা খুঁজে নিন

   

ফ্রান্স-বাংলা প্রেস ক্লাবের কমিটি গঠন

ফ্রান্সে অবস্থানরত প্রবাসী বাংলা মিডিয়ার সাংবাদিকদের দীর্ঘ প্রতিক্ষিত ফ্রান্স বাংলা প্রেস ক্লাবের কমিটি গঠন করা হয়েছে। নুরুল ওয়াহিদ ও খান বাবু রুমেলের নেতৃত্বে এই কমিটি গঠন করা হয়।

গত বৃহস্পতিবার রাত ৮টায় প্যারিসের স্টেলিংগার্ড একটি রেস্তরাঁয় বাংলা মিডিয়ায় কর্মরত সব সংবাদকর্মীদের উপস্থিতিতে সম্পূর্ণ গণতান্ত্রিক উপায়ে সভাপতি, সাধারণ সম্পাদক ও কোষাধক্ষ্য পদে নির্বাচন সম্পন্ন হয়।

ফ্রান্স-বাংলা প্রেস ক্লাব নামের সংবাদকর্মীদের এ সংগঠনটির পূর্নাঙ্গ কমিটি গঠনের উদ্দেশে প্রবাসী সাংবাদিক নুরুল ওয়াহিদকে সভাপতি, খান বাবু রুমেলকে সাধারণ সম্পাদক ও মাহাবুব হোসাইনকে কোষাধক্ষ্য নির্বাচিত করা হয়েছে।

বৈঠকে উপস্থিত সাংবাদিকরা নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে আগামী এক মাসের মধ্যে ৪১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করার আহ্বান জানান।

২০১২ সালের ২৩ ডিসেম্বর প্যারিসের গার দ্যু নর্দের ক্যাফে রয়্যালে ফ্রান্স-বাংলা প্রেস ক্লাব গঠনের উদ্দেশ্যে প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। পরবর্তীতে ২০১৩ সালের ১ জানুয়ারি সংবাদকর্মীদের দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ফারুক নওয়াজ খানকে আহ্বায়ক ও দেবেশ বড়ুয়াকে সদস্য সচিব নির্বাচিত করে ৯ সদস্যের সংবিধান প্রণয়ন কমিটি গঠন করা হয়।

পরবর্তীতে ২০১৩ সালের ৫ মে পূর্বের আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৩ সদস্যের নির্বাচন কমিটি ঘোষণা করা হয়। যার সদস্যরা হলেন- নুরুল ওয়াহিদ, দেবেশ বড়ুয়া, খান বাবু রোমেল।

সেই সভায় উপস্থিত ছিলেন, ফারুক নওয়াজ খান, নুরুল ওয়াহিদ, এম এ হাশেম, দেবেশ বড়ুয়া, মাহাবুব হোসাইন, ইমরান মাহমুদ, সেলিম চৌধুরী, শাহিন আহমেদ, ফয়সাল আহাম্মেদ দ্বীপ, খান বাবু রোমেল, আবু তাহির, সেলিম উদ্দিন, বদরুল হাসান, দেলোয়ার হোসেন সেলিম, শাখাওয়াত হোসেন হাওলাদার, নয়ন মামুনসহ ইলেকট্রনিক, প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা।

উপরোক্ত নির্বাচন কমিটিকে সবার সর্বসম্মতিক্রমে একটি পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার দায়িত্ব দেয়া হয়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।