আমাদের কথা খুঁজে নিন

   

বাঘ-বাঘিনীর খেলা



বাঘের চেয়ে বাঘিনী বরাবরই সাহসী ও হিংস্র প্রকৃতির হয়...তবুও সাহসীকতার প্রতীক হিসেবে বাঘ-কেই সকলে উদাহরণ হিসেবে টানেন...এক্ষেত্রে বলা চলে মানবকূলের ন্যায় বোবা প্রাণীকূলেও নারীরা লিঙ্গ বৈষম্যের শিকার...
তবে যতোই বৈষম্যের শিকার হোক না কেন ভগিনীগন সর্বদাই তাহাদের কর্মে অটুট অবস্থানেই থাকেন...আজ সকালেই বঙ্গ দেশীয় বাঘিনীরা কক্সবাজার শেখ জামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম আন্তর্জাতিক ম্যাচে পাকিস্তানের মারখোর ছাগীদের ৪৩ রানে হারিয়ে যে জয়ের সূচনা করেছেন তাতেই প্রমানিত হয় মার্চ মাস বরাবরই বাংলাদেশের। মাসটি বাঘ-বাঘিনীদের জন্য অতিশয় শুভ ও মারখোর ছাগ গোত্রীয়দের জন্য অশুভ বলিয়াই বিবেচিত।
পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থায় জনপ্রিয়তার বৈষম্যের শিকার বাঘিনীদের এই জয়ে পুরো দেশ আনন্দে উদ্বেল না হইলেও তাহাদের পদাঙ্ক অনুসরণ করিয়া তরুণ ব্যাঘ্ররা যে বিজয় রচনায় প্রচেষ্টারত তাহাতে যে দেশে নিদারুণ আনন্দ বন্যা সৃষ্টি হইবে তাহা সুনিশ্চিত।
তাই বাঘ-বাঘিনীদের অভিনন্দন। জয়ের ধারা অব্যাহত থাকুক। জয় বাংলা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।