উইন্ডোজ অপারেটিং সিস্টেমের জনক এবং মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস শুধু বিশ্বের সেরা মেধাবীদের অন্যতম নন, শীর্ষ ধনীদেরও একজন। থাকেন ওয়াশিংটনের মিদিনায়। বর্তমানে তার সম্পদের পরিমাণ ৭৬ বিলিয়ন মার্কিন ডলার। ১৯৫৫ সালে তিনি ওয়াশিংটনের এক উচ্চ-মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন। ছোটবেলা থেকেই প্রখর মেধার অধিকারী ছিলেন গেটস।
কোনো একটি বিষয় তার মাথায় ঢুকলে সেটা শেষ না হওয়া পর্যন্ত অন্য কোনো কাজে মনোনিবেশ করতেন না। ২০ বছর ধরে শীর্ষ ধনীদের তালিকায় ১৫ বারই প্রথম স্থানটি ছিল বিল গেটসের দখলে। কিন্তু ২০০৮ সালে মেক্সিকার টেলিকম ব্যবসায়ী কার্লোস স্লিমের পেছনে পড়েন তিনি। পরবর্তী চার বছর শীর্ষ ধনীর আসনটি কার্লোস স্লিমের দখলেই ছিল। এ বছর তিনি আবার ফিরে আসেন তার শীর্ষস্থানে।
অ্যাপল ও গুগলের মতো প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানগুলোর কাছে বাজারে পিছিয়ে পড়তে থাকায় বেশ ক'বছর দাতব্য ও সমাজকল্যাণমূলক কাজে ব্যস্ত থাকার পর গেটস গত বছর থেকে তার প্রতিষ্ঠান মাইক্রোসফটের প্রোডাক্ট ম্যানেজারদের সঙ্গে সময় দিয়েছেন বেশি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।