আমাদের কথা খুঁজে নিন

   

আই লাভ পাকিস্তান ভেরি মাচ" - ক্রিকেটপ্রেমী যখন রাজার আকার নেন

ম্যাঅ্যাও. একটি নিষ্পাপ শব্দ

এতদিন পাকিস্তান থুক্কু পাকিস্তান ক্রিকেট টিম সাপোর্টকারীদের একটা প্রচলিত ডায়লগ শুনে আসছি,

"আমি তো ক্রিকেট টিম সাপোর্ট করি, দেশকে সাপোর্ট করি না। "

এখন দেখছি তাদের পাকপ্রীতিতে এক নতুন মাত্রা যোগ হয়ে গেল।

গতকাল আমি কিছুটা বিরক্ত ছিলাম, কারন এমন ম্যাচ হারার কথা আমি ভুলে থাকতে চাইলেও আমার নিউজ ফিড আমাকে ভুলতে দিচ্ছিল না।

অন্য দিকে আমাদের দেশের এক ভদ্রলোক পাকিস্তান ক্রিকেট বোর্ডের অফিসিয়াল : Pakistan Cricket Board (Official Fan Page) এ লেখে "Inspite of being a citizene of Bangladesh, I love "Pakistan" very much"

কেউ এই Comment এর পক্ষে কিছু বললে খুশি হব, কারন এখনো আমি কোন যুক্তি পাচ্ছি না।

আর যারা বিপক্ষে বলবেন তারা Urban Dictionary এর যেকোন শব্দ ব্যবহার করতে পারেন, সমস্যা নাই।

এতদিন পাকিস্তান থুক্কু পাকিস্তান ক্রিকেট টিম সাপোর্টকারীদের একটা প্রচলিত ডায়লগ শুনে আসছি,

"আমি তো ক্রিকেট টিম সাপোর্ট করি, দেশকে সাপোর্ট করি না। "

এখন দেখছি তাদের পাকপ্রীতিতে এক নতুন মাত্রা যোগ হয়ে গেল।

গতকাল আমি কিছুটা বিরক্ত ছিলাম, কারন এমন ম্যাচ হারার কথা আমি ভুলে থাকতে চাইলেও আমার নিউজ ফিড আমাকে ভুলতে দিচ্ছিল না।

অন্য দিকে আমাদের দেশের এক ভদ্রলোক পাকিস্তান ক্রিকেট বোর্ডের অফিসিয়াল : Pakistan Cricket Board (Official Fan Page) এ লেখে "Inspite of being a citizene of Bangladesh, I love "Pakistan" very much"

কেউ এই Comment এর পক্ষে কিছু বললে খুশি হব, কারন এখনো আমি কোন যুক্তি পাচ্ছি না।

আর যারা বিপক্ষে বলবেন তারা Urban Dictionary এর যেকোন শব্দ ব্যবহার করতে পারেন, সমস্যা নাই।


 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।