ভাষা আর ভালোবাসা পেলে আমি অনেকটা শান্ত হই,
এক খণ্ড ভূমি পেলে স্থিতি পাই,
আর কিছু শস্যদানা থাকলে আমি হই রাজাধিরাজ।
তোমরা দ্যাখো গগনচুম্বি অট্রালিকা
খটখট হিলের শব্দে বেগে ধায় কার প্রেমিকা
আমি চাই ভূমিতে ক্ষেতে আর ঘাসের শিশিরের রুপালী ঝিলমিল।
আর চাই অথই আকাশের নীল।
তোমাদের আনাগোনা কেন্দ্রীয় বাংকের প্যালেসে, জীবনবীমায়
হাউজিং অফিসে, মজুদদারের বিশাল গুদামের গহবরে
আমার আনাগোনা সন্ধ্যার বাতাসে, আকাশের সীমায়
আর প্রেমিকার রঙিন আঁচলের ভেতরে।
যাপিত জীবনে আমি বিষয়আষয়হীন,
প্রতিদিন লালন করি ভিতরে এক ভালোবাসার জ্বীন
পুঁজিবাদীদের কাছে তাই আমার আজ অনেক টাকা ঋণ।
০৫.০৩.২০১৪
আমি চাই ভূমিতে ক্ষেতে আর ঘাসের শিশিরের রুপালী ঝিলমিল//
শাফিক আফতাব//
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।