আমাদের কথা খুঁজে নিন

   

৭ মার্চের গানে শাহীন সামাদ

৭ মার্চের বিশেষ প্রিয়জনের গান-এ আসছেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী শাহীন সামাদ। অনুষ্ঠানের প্রতি পর্বে আমন্ত্রিত শিল্পী তার প্রিয় শিল্পীদের গাওয়া গান এবং পাশাপাশি নিজের গাওয়া কিছু পছন্দের গান পরিবেশন করবেন। পাশাপাশি মূল শিল্পী বা আমন্ত্রিত শিল্পীর প্রিয় মানুষের সঙ্গে টেলিফোন আলাপনের মাধ্যমে জানা যাবে গানের অন্তরালের নানা অজানা গল্প। আর প্রিয় মানুষের মুখে শিল্পীর ব্যক্তিগত জীবন বা তার সংগীত ক্যারিয়ারের অনেক অজানা দিকও জানা যাবে। দর্শকরাও সরাসরি টেলিফোনে অংশ নিতে পারবেন। তবে তারা কোনো গানের অনুরোধ করতে পারবেন না। শুধু কোনো স্মৃতি থাকলে তা শেয়ার করতে পারবেন। অথবা আমন্ত্রিত শিল্পী বা গান সম্পর্কে কোনো তথ্য জানতে চাইলে ফোনে প্রশ্ন করতে পারবেন। সুমন সাহা প্রযোজনা করেছেন প্রিয়জনের গান অনুষ্ঠানটি।

 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।