দুই বাঁশি বেশ ভালোবাসি
যে বাঁশির শ্বাস নিতে হয়,
যে বাঁশিরে শ্বাস দিতে হয়!
শ্বাসে- শ্বাস মিলিয়ে,
চুপচাপ টুপটাপ,
একটা চড়ুই-
একটা গোলাপ!
কেউ নেই কোথাও,
অপেক্ষার নির্ঝর বিলাপ,
একটা তিতির পাখি একদিন,
আমার ঘরেও উড়ে আসবে, তবুও-
খুকুর রংপেন্সিলগুলো আজকেও কেনা হল না,
মায়ের চোখটা খুব করকর করছে, বেতন দিচ্ছে না, তবুও-
তুমি আমার সাথে আসলেই পারতে, এমনটা ভাবি খুব, বলা হয় নি, তবুও-
বুকের মধ্যে এখনও কেন উই বুনছে---- সেই আলাপ! সেই আলাপ! সেই আলাপ!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।