আমাদের কথা খুঁজে নিন

   

ভাল থেকো শিউলি আক্তার



শেষ বিকেলের আলোয় তোমাকে আর
নতুন করে নাই কিছু বলার
তুমি ভাল থেকো শিউলি আক্তার।

ভাল থেকো তুমি সকালে বিকালে
ভাল থেকো মন খারাপ হলে
ভাল থেকো ভাল থেকো, নেই যে আর
নতুন করে কিছু বলবার
তুমি ভাল থেকে শিউলি আক্তার।

বর্ষায় ভাল থেকো শিউলি, ভাল থেকো গ্রীষ্মে
তোমার ভাল থাকায় হোক লোকের হিংসে
সৃষ্টিতে ভাল থেকো তুমি, ভাল থেকে ধ্বংসে
ভালো থেকো উচ্ছিষ্টাংশে কিংবা সর্বাংশে
ভাল থেকো ভাল থেকো, নেই যে আর
নতুন করে কিছু বলার
তুমি ভাল থেকো শিউলি আক্তার।

তুমি ভাল থেকে শিউলি আক্তার আর
কিছুই নাই বলবার সূর্যাস্তের এই সন্ধ্যা বেলায়
কিই বা আছে বলার।

 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।