মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বৃহস্পতিবার শ্রীলঙ্কার বিপক্ষে এশিয়া কাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে হারের বৃত্ত থেকে বেরিয়ে আসতে চায় স্বাগতিকরা।
বাংলাদেশ দলে পরিবর্তন তিনটি। চোট পাওয়া ইমরুল কায়েসের জায়গায় এসেছেন শামসুর রহমান। বাদ পড়েছেন আবদুর রাজ্জাক ও পেসার শফিউল ইসলাম। দলে ফিরেছেন রুবেল হোসেন ও আরাফাত সানি।
শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠের সিরিজ দিয়েই বাংলাদেশের ছন্দপতনের শুরু। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে স্বাগতিকদের শেষ আন্তর্জাতিক ম্যাচে প্রতিপক্ষ আবার সেই দলটিই।
বিশ্বকাপের আগে আত্মবিশ্বাস বাড়াতে তাই বাংলাদেশেরও একটা জয় চাই। তবে প্রতিযোগিতার একমাত্র অপরাজিত দল শ্রীলঙ্কার বিপক্ষে সাফল্য পাওয়াটা অবশ্য কঠিনই হবে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।