আমাদের কথা খুঁজে নিন

   

এখন মুক্তাগাছার ব্লগার

.....Rest on one's oars

আমি এখন মুক্তাগাছার ব্লগার । অনেকদিন পর সামুতে লিখছি । সময়ের অভাবে ব্লগে সময় দিতে পাই না । ইত্তেফাকে পুরোদমে সংবাদ পাঠাই । কিছু ছাপা হয় ।

ময়মনসিংহ বার্তা , ক্রাইম খবর সময়ের অভাবে আপডেট বন্ধ করে দিয়েছি । মুক্তাগাছা নিউজ ডটকমএ সময় দেই । ময়মনসিংহ সদর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও বর্তমান সাধারণ সম্পাদক এর দায়িত্বও পালন করতে পারছি না । ভাবছি পদ থেকে ইস্তফা দিবো । বাবার মৃত্যুর পর আগের মত সময় পাই না মাল্টি নিকগুলি আপডেট দিতে ।

মুক্তাগাছার সাংবাদিক হেলাল উদ্দিন নয়ন দিনকালের মাধ্যমে , এড,মাহবুব আলম খান যুগান্তর , মোর্শেদ আলম খান নয়াদিগন্ত , ফেরদৌস আলম আমারদেশ , মাহবুব আলম রতন সাবেক প্রথম আলো , নাসির উদ্দিন ফকির সংগ্রাম , কাফি খান নিউনেশন , নবদ্বীপ সাহা নব কলতান , ডা. জো¯œা মাহবুব খান ভোরের কাগজ, রওশন আরা কাজল সৌদী প্রতিনিধি , মুক্তাগাছা নিউজ ব্লগস্পোট , আশরাফুল আলম আল মিনার এর সাংবাদিক ভাইবোনরা আজ প্রতিস্ঠিত সাংবাদিক দেখে গর্ব অনুভব করি । মুক্তাগাছা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হিসাবে তারাই আমাকে স্বীকৃতি দিয়েছিলেন এটাও কম নয় ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।