আমাদের কথা খুঁজে নিন

   

স্পেন ব্রাজিল পর্তুগালের জয় আর্জেন্টিনার ড্র

গত ইউরো ফাইনালের ক্ষত এখনো শুকোয়নি ইতালিয়ানদের। স্প্যানিশরা আরও একবার ইতালিয়ানদের সেই পুরনো ক্ষতেই আঘাত দিল। বুধবার আন্তর্জাতিক প্রীতিম্যাচে ইতালিকে ১-০ গোলে হারিয়েছে স্পেন। দলের পক্ষে একমাত্র গোলটা করেছেন পেদ্রো। আন্তর্জাতিক প্রীতিম্যাচে বুধবার জয় পেয়েছে নেইমারের ব্রাজিল, ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল, করিম বেনজেমার ফ্রান্স এবং জার্মানি।

তবে গোল শূন্য ড্র করেছে আর্জেন্টিনা। লিওনেল মেসি ম্যাচে থাকলেও রুমানিয়ার বিপক্ষে দলকে জয় উপহার দিতে পারেননি।

নেইমার কেবল ক্লাবেই নন, জাতীয় দলেও আলো ছড়াতে জানেন। বুধবার এর প্রমাণ দিলেন আরও একবার। তার দুর্দান্ত হ্যাটট্রিকেই দক্ষিণ আফ্রিকাকে ৫-০ গোলে হারিয়েছে ব্রাজিল।

নেইমার ছাড়াও ব্রাজিলের পক্ষে একটি করে গোল করেছেন ওসকার ও ফার্নান্দিনহো। নেইমারদের জয়ের দিনে জয় পেয়েছে রোনালদোর পর্তুগালও। বুধবার ৫-১ গোলে ক্যামেরুনকে উড়িয়ে দিয়েছে পর্তুগিজরা। পর্তুগালের পক্ষে দুটি গোল করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। এছাড়াও রাউল মেয়ারলেস, ফ্যাবিও কয়েনত্রাও এবং এডিনহো একটি করে গোল করে দলের জয়ে অবদান রাখেন।

বুধবার সবচেয়ে বড় ধাক্কা খায় গত বিশ্বকাপের রানার্সআপ নেদারল্যান্ড। করিম বেনজেমাদের ফ্রান্সের কাছে ২-০ গোলে হেরে গেছে ডাচরা। ফ্রান্সকে জয় এনে দিয়েছেন করিম বেনজেমা এবং ব্লেইস মাতুইদি। দুজনেই একটি করে গোল করেছেন। জয় পেয়েছে জার্মানরাও।

মারিও গোত্জের একমাত্র গোলে জার্মানি ১-০ ব্যবধানে হারিয়েছে ল্যাটিন দল চিলিকে। আলেঙ্সি সানচেজরা জার্মানদের বিপক্ষে নিজেদের প্রমাণ করতে পারেননি।

 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।