আমাদের কথা খুঁজে নিন

   

শচি অলিম্পিক বর্জন করার সম্ভাবনা ইউক্রেনের

রাশিয়ার শচিতে অনুষ্ঠেয় শীতকালীন প্যারা অলিম্পিক গেমস বর্জন করতে পারে ইউক্রেন। দেশটির প্যারালিম্পিক কমিটির প্রেসিডেন্ট এমন আশঙ্কা ব্যক্ত করেছেন। আজ শুক্রবার থেকে এ গেমস অনুষ্ঠিত হতে যাচ্ছে।
 
ইউক্রেনের উপদ্বীপ ক্রিমেয়ায় রাশিয়ান সেনা উপস্থিতিতে কেন্দ্র করে চলমান সংকটের মুখে এমন সিদ্ধান্ত নিতে পারে ইউক্রেন।
ইউক্রেনের প্যারালিম্পিক কমিটির প্রেসিডেন্ট ভালেরি সুসকেভিচ বলেন, ‘ আমার প্রায় সব খেলোয়াড়েরা খুবই উদ্বিগ্ন।

তারা তাদের দেশ, নিজেদের জীবন ও ভবিষ্যত্ জীবন নিয়ে খুব উদ্বিগ্ন ও ভীত। ’
 
তার দল রাশিয়ার শচিতে অনুষ্ঠেয় গেমস বর্জন করছে কিনা জানতে চাওয়া হলে তিনি বলেন, তা ঘটার সম্ভাবনা আছে। ইউক্রেনের সংকট সমাধানে তিনি বিশ্ব নেতাদের আহ্বান জানান।
 
ইউক্রেন থেকে ২৩ সদস্যের একটি প্যারালিম্পিক দল শচি গেমসে অংশ নেওয়ার কথা রয়েছে। আজ জিএমটি সকাল সাড়ে ৯টায় দেশটির প্রতিনিধি দলের কর্মকর্তাদের এ ব্যাপারে একটি সংবাদ সম্মেলন করার কথা রয়েছে।

 
এদিকে আজ দিনের শেষ ভাগে শচি গেমসের উদ্বোধনী অনুষ্ঠান হতে যাচ্ছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।