প্রেসিডেন্ট বারাক ওবামা ভ্লাদিমির পুতিনকে ইউক্রেন সংকটের সমাধানের জন্য কূটনৈতিক উপায় খুঁজে বের করার আহ্বান জানিয়েছেন। দু’জনের মধ্যকার প্রায় ১ ঘণ্টার টেলিসংলাপে ওবামা এ আহ্বান জানান।
টেলিসংলাপে পুতিন বলেন, ইউক্রেন ইস্যুতে মস্কো-ওয়াশিংটন সম্পর্ক নষ্ট হওয়া উচিত হবে না।
ইউক্রেনের স্বায়ত্তশাসিত অঞ্চল ক্রিমেয়ায় রাশিয়ার কর্মকাণ্ড ইউক্রেনের সার্বভৌমত্বের লঙ্ঘন বলে পুতিনকে জোর দিয়ে বলেছেন ওবামা। হোয়াইট হাউস এক বিবৃতিতে তা জানায়।
ওবামা বলেন, সব পক্ষের নিকট গ্রহণযোগ্য সমাধান খোলা আছে। এটা হতে পারে মস্কো-কিয়েভের মধ্যে আলোচনা, রুশ সেনাদের তাদের ঘাঁটিতে ফিরে আসা এবং ইউক্রেনে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের প্রবেশাধিকার।
জবাবে পুতিন বলেন, খুব গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সমস্যা হওয়া সত্ত্বেও কোনো ব্যক্তিকে ঘিরে মতানৈক্যের কারণে যুক্তরাষ্ট্র-রাশিয়ার সম্পর্কের বলি হওয়া ঠিক হবে না।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।