গত বছরের ২২ জানুয়ারি প্রথম সন্তান মিলানের জন্ম দেন বিশ্বকাপের 'ওয়াকা...ওয়াকা' খ্যাত লাতিন পপ তারকা শাকিরা। মিলানের বয়স এখন ১৫ মাস। আবার মা হতে চাইছেন পপ তারকা। ব্যাং শোবিজের এক প্রতিবেদন অনুযায়ী, প্রেমিক জেরার্ড পিকের ঘরে অন্তত আট-নয়টি সন্তান দিয়ে নিজের কোল আলোকিত করতে চান শাকিরা।
‘কান্ট রিমেম্বার টু ফরগট ইউ’ হিটমেকার শাকিরা বলেন, “আমার হাতে এখন অনেক কাজ।
তা না হলে আমি দ্বিতীয় সন্তান নিতে এত দেরি করতাম না। পিকের সঙ্গে আট থেকে নয়টি সন্তান চাই আমি। আমার নিজের একটি ফুটবল টিম চাই। ” ৩৭ বছর বয়সী ওই পপতারকা ক্যারিয়ার নিয়ে ব্যস্ত থাকলেও তার জীবনে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হল তার ছেলে মিলান।
শাকিরা বলেন, “আগে কাজ শেষ করে আমি বিভিন্ন জায়গায় ঘুরতে যেতাম।
তবে মিলানের জন্মের পর থেকে তা আর করা হয় না। আমি দ্রুত ঘরে চলে আসি। সে আমার জীবনকে পাল্টে দিয়েছে। ” শাকিরা আরও বলেন, “যখন আপনার একটি সন্তান হবে, তখন তার মধ্য দিয়ে আপনি ভালোবাসা অনুভব করতে পারবেন। সবকিছুতেই শান্তি পাওয়া যায়।
আর সবসময়ই একটি ভালোলাগা কাজ করে। ”
২০১০ সালের ফুটবল বিশ্বকাপের থিম সং-এর সুবাদে পিকের সঙ্গে পরিচয় হয় শাকিরার। আর তখন থেকেই একসঙ্গে আছেন তারা দুজন। শাকিরা একটি লাতিন ম্যাগাজিনকে বলেন, জনপ্রিয়তা নয় বরং ভালোবাসাই তার এবং পিকের সম্পর্কের মূল ভিত্তি। তার মতে, সেলিব্রিটি শাকিরাকে নয়, ব্যক্তিগত জীবনের সাধারণ শাকিরাকেই ভালোবাসেন পিকে।
আর পিকেও শাকিরার জীবনে অনেক বেশি গুরুত্বপূর্ণ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।