আমাদের কথা খুঁজে নিন

   

সি প্রোগ্রামিং প্রাকটিস পর্ব ০১

সি প্রোগ্রামিং অনেকের কাছে একটি আতঙ্ক । শুরু করতেই অনেক কিছু লিখতে হয় । গণিত না জানলে আবার ভালো প্রোগ্রামিং পারা যায় না । তারপর আবার কি ভয়ংকর সব টপিক ( লুপ, এ্যরে, পয়েন্টার, স্ট্রাকচার ) , নাম শুনলেই শেখার ইচ্ছাই শেষ হয়ে যায় । আসলে কি তাই ????
সি কিন্তু খুব কঠিন একটা বিষয় না ।

একটু মনোযোগ দিয়ে অনুশীলন করলে সি কে খুব সহজ মনে হবে । আমাদের কাছে কঠিন লাগে কারন আমরা শিখার আগেই ধরে নেই কঠিন । আমাদের কাছে কঠিন লাগে কারন আমরা সি কে সহজ কোন কিছুর সঙ্গে তুলনা করে শিখি না । আমাদের কাছে কঠিন লাগে কারন আমরা জানি না কিভাবে সহজে সি শিখা যায় ।
সি প্রোগ্রামিং ভালোভাবে শিখতে গেলে সবসময় একটা কাজ করতে হয় আর তা হলো ...
“একটা সিনট্যাক্স কি কাজ করে যা জানার আগে কিভাবে কাজ করে তা জানার চেস্টা করা ”
 
সি প্রোগ্রামিং শিখতে প্রাকটিসের কোনো বিকল্প নেই ।

প্রাকটিসের মাধ্যমে খুঁটিনাটি অনেক বিষয় জানা যায় । তাই আমি আপনাদের প্রাকটিসের জন্য সমস্ত সি কে কয়েকটি অংশে ভাগ করে প্রতিটি অংশের জন্য একটি করে অনুশীলনী তৈরি করেছি । এখানে আপনি অনেক নতুন কিছু জানতে পারবেন , পাশাপাশি আপনাদের প্রোগ্রামিংয়ের চিন্তাশক্তি বৃদ্ধি পাবে ।
আমি সমস্ত সি কে ১৫ টি অংশে ভাগ করেছি সেগুলো হলো ...
প্রতি পর্বে আমি একটি অংশের অনুশীলনী আপনাদের দিবো এবং পরের পর্বে আপনাদের তার সল্ভ দিবো । আশাকরি আপনারা প্রাকটিস করবেন ।

কোন সমস্যা হলে এখানে পোস্ট করুন ।
Part 1: Basic
Topics:
[আপনারা যদি নতুন হন তবে এই টপিকগুলো জানতে এখানে ক্লিক করুন । আজকের পর্বে ১,২,৩,৪,৫ ও ২২ নং টিউটোরিয়াল এর উপর সমস্যা দেওয়া হবে । ]
 
সমস্যা ধরন ১ – কোথায় কোথায় ভুল আছে বের করুন ( কম্পাইল না করে ) ।
1.
include(stdio.h)
int main<>
{
    printf('NO ERROR')
    return o;
}
2.
#include<stdio-h>
INT main()
[
                          int a;
  a = 5;
              printf("%d"A);
              return 0;
]
3.
#include<stdio>
int main()
{
    float a;
                b = 5.2;
                a = b;
                printf("%d %f",a,b);
                return 0;
}
4.
 #include<stdio.h>
Int main()
{
Int a;
A = int(4.5);
Printf(“%d”,a);
Return 0;
}
সমস্যা ধরন ২ – সঠিক আউটপুট বের করুন ( কম্পাইল ও রান না করে  ) ।


1.

2.

3.

4.

সমস্যা ধরন ৩ – নিচের সমস্যাগুলোর সমাধান করুন ( কোডের প্রয়োজন হলে কোড করুন ) ।
১। আপনার নাম প্রিন্ট করুন।
২।
প্রিন্ট করুনঃ (ডবল কোটেশন সহ)
৩।

এবার গুগল এ keyword সার্চ দিন । তারপর বের করুন এতদিন আপনি কি কি keyword জেনেছেন । তাদের কাজগুলো আরেকবার রিভিশন করুন ।
 
 
সমস্যাগুলো পিডিএফ আকারে ডাউনলোড করতে পারেন এখান থেকে ।
সমস্ত পর্বগুলোর পিডিএফ পাবেন এখানে ।


 

সোর্স: http://www.techtunes.com.bd

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।