আমাদের কথা খুঁজে নিন

   

দিন যায়, কষ্টে, দুঃখে দৈন্যে আর ব্যর্থতায়

প্রকাশিত কাব্য গ্রন্থ: ১। আমার সন্তান যেন থাকে দুধ ভাতে (২০১২)। ২। চারিদিকে জীবনে সমুদ্র সফেন (২০১২)। ৩। ভালোবাসার পদাবলী (২০১২)। ৪। বোধের গহীন জলে (২০১২)। > শাফিক আফতাব : দিন যায়, কষ্টে, দুঃখে দৈন্যে আর ব্যর্থতায় ভাবি : আগামী কালের দিনটি হয়তো কোনো সুখবর নিয়ে আসবে! দুঃখময় নিঝুমরাত্রির অবসান হবে হয়তো একদিন অভিজাত সিটি বাসের টিকেট কেটে ঠাঁয় দাঁড়িয়ে থাকি কাউন্টারে কতবাস আসে যায়, সিটভর্তি বাসগুলোতে বসার এতটুকু জায়গা হয়না আমার এমনকি দাঁড়াবার পাদানিতে পা দিয়ে হান্ডেল ধরে ব্যর্থ হয়ে নেমে পড়ি আমার আর গন্তব্যে যাওয়া হয় না, আমি আগামী কালের দিনটির জন্য অপেক্ষা করি অপেক্ষা করে করে আমার অর্ধেক জীবন গেলো তবু সুখবর আসেনা সুখবর সেই যে বিদায় নিয়ে চলে গেছে আর ফিরে আসলো না জানি কাল কাল করে আমার জীবন যাবে সুখবরের রসালে শব্দমালা আমার গলার মালা হয়ে কোনদিন ফিরে আসবেনা 27.12.2012

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।