আমাদের কথা খুঁজে নিন

   

মমতা-জয়ললিতার ফোনালাপ তুঙ্গে নতুন জল্পনা

তাহলে কি বামদের উদ্যোগে গঠিত 'থার্ড ফ্রন্ট' ছেড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের আহ্বানে 'ফেডারেল ফ্রন্ট'-এ যোগ দিতে চলেছেন জয়ললিতা? রাজ্যের রাজনীতিতে এখন সেই প্রশ্নটাই ঘুরপাক খাচ্ছে। বৃহস্পতিবারই সংবাদমাধ্যমে এক সাক্ষাৎকারে তৃণমূল প্রধান তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান অল ইন্ডিয়া আন্না মুনেত্রা কাজাগাম (এআইএডিএমকে) নেত্রী তথা তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জয়ললিতা প্রধানমন্ত্রী হলে তার কোনো আপত্তি নেই। একইসঙ্গে কেন্দ্রে জয়ললিতাকে সাহায্য করার ব্যাপারে তার কোনো সমস্যাও নেই। এ সাক্ষাৎকার প্রচার হওয়ার ২৪ ঘণ্টা না পেরুতেই মমতাকে ফোন করলেন জয়ললিতা। প্রায় আধাঘণ্টা ধরে চলে ফোনালাপ। যদিও ঠিক কি বিষয়ে এই ফোনালাপ তা নিয়ে কেউ মুখ না খুললেও ধারণা করা হচ্ছে আসন্ন সাধারণ নির্বাচন ও তার পরবর্তী পরিস্থিতিতে কীভাবে এগোনো যেতে পারে তা নিয়ে আলোচনা হয়েছে। ভোট পরবর্তী জোট নিয়েও তাদের মধ্যে প্রাথমিক আলোচনা হয়েছে জানা গেছে। গত ২৫ ফেব্রুয়ারি দিলি্লতে বামদের উদ্যোগে ১১টি রাজনৈতিক দল নিয়ে গঠিত থার্ড ফ্রন্ট-এ যোগ দিয়েছিলেন জয়ললিতা।

 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।