আমাদের কথা খুঁজে নিন

   

যে শীত পরছে আসুন একটু গা গরম করি( আত্মিক এবং শারীরিক)

প্রায় সারাদিন অনলাইনে থাকি নিজের প্রয়োজনে যখন মনটা ফাটা বেলুন হয়ে যায় নিজেকে কেমন জানি বরিশালের ভাষায় ফ্যাতা ফ্যাতা লাগে তখন গান শুনি। আমার সংগ্রহে যত গান আছে সবই প্রেমের গান উফ এত প্রেম রাখব কই । বই পড়ি তাও প্রেমের ধুর প্রেম প্রেম, সেদিন ভাবলাম একটু কবিতা পড়ি স্কুল থেকে বের হবার পর আর পরা হয়নি আর কোন খানে সারিবদ্দ ভাবে লেখা দেখলেই মুখটা হয়ে যেত , তারপর ও খুজতে শুরু করলাম কবিতা নতুন লেখকদের আহাহা এখানে প্রেমের মেলা বসেছে ঘাসের মাথায় প্রেম প্রিয়ার জুতার শেষ বিন্দুতে প্রেম, খাইছে কবিতার উপর চোখ বুলাচ্চি আর ভাবছি কেও যদি আমাদের দুই নেত্রির প্রেম নিয়ে কবিতা লেখত দুইজন হাত ধরে হাঁটছে বঙ্গভবনের চত্বরে একজন আরেকজন কে জিজ্ঞেস করছে সই তোমার চুলের ফ্যাশন দেখে খুস হয়েছে দিল কথায় করিয়েছ পারসনা? না ফারযানা সাকিল। যাই হোক বেশি স্বপ্ন দেখে ফেলতেচি , নতুনদের বাদ দিয়ে এলাম পুরনদের মাজে, পুরনো মানে একদম কবি গুরুর কাছে এখানেও হতাশ ছুটি কবিতা ছাড়া কোন কবিতা কবিগুরু আমার জন্য লেখেনি। একটানে চলে এলাম আমাদের কবি নজরুল ইসলাম ের কাছে , প্রথমে যে কবিতাটা পরলাম তা একবার স্কুলে থাকতে মুখস্ত করতে হয়েছিল সেই দুর্বিষহ কথা মনে পরে আর অদিকে এগোয়নি, কিন্তু সেটা নিয়ে আর্টসেলের গানটা শুনি দুর্বিষহ সুন্দর।

তারপর যে কবিতাটা পড়লাম যেটা শেয়ার করার জন্য এই অসহনীয় কথা গুলো প্রসব করলাম মোদের এই শিকল পরা ছল এই শিকল পরেই শিকল তোদের করব রে বিকল। । তোদের বন্ধ কারায় আসা মোদের বন্দী হতে নয় ওরে ক্ষয় করতে আসা মোদের সবার বাঁধন ভয় এই বাঁধন পরেই বাঁধন ভয়কে করব মোরা জয় এই শিকল বাঁধা পা নয় এ শিকল ভাঙ্গা কল। । ওরে ক্রন্দন নয় বন্ধন এই শিকল ঝনঝনা এ যে মুক্তিপথের অগ্রদূতের চরণ বন্দনা।

এই লাঞ্ছিতেরাই অত্যাচারকে হানছে লাঞ্ছনা ওদের অস্থি দিয়েই জ্বলবে দেশে আবার বজ্রানল। । আমার মনে হল আমাদের জন্য এই অগ্নিঝরা ছন্দ বুলেটগুলো খুব দরকার। আমরা খুব প্রেমময় হয়ে গেছি কেও কারো সাদা শার্ট লাল করে দিচ্ছে আমরা প্রেমময় দৃষ্টিতে তাকিয়ে আছি আমাদের কলসি খালি করে বিদেশের কলসি ভরাট করছে আমরা প্রেমময় হয়ে তাকিয়ে আছি। যাই হোক যারা শীতে কাপতে কাপতে ভাবছেন কি হইছে তাতে আমি ত না খেয়ে নেই তারা একটু মন দিয়ে পরে শীত কমিএ নিন।

যদি কেউ পুরো লেখাটা পরে থাকেন আমি মনে করব আপনি খুব ধৈর্যশীল। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।