কাশফুল-দিন দুলেছিলো শরতের সাদা মেঘের সাথে তুমি এসে বড় বর্ণিল করেছিলে ছন্নছাড়া জীবন তরতাজা গোলাপ আর রজনীগন্ধ্যা দিয়েছিলে কম্পিত হাতে কী সুন্দর কেটেছিলে বিকেলের প্রতিটি অনুক্ষণ। মাতাল বাতাসের সাথে খেলেছিলো ফুরফুরে পুলক নীল লাল দীপালিতে মিটিমিটি করেছিলো নির্জন নিলয় নান্দনিক শৈলীতে বড় কারূময় সেজেছিলে ভূলোক কে জানিত এই সোনা রঙ দিনের হবে একদিন বিলয়। তুমি নেই কাশফুল দিন ফিরে আসে প্রতিবছর আর্ত মানুষের মতো খালি মুখে ঘুরে ফিরে যায় রাতের শেষে আসেনা আর সেইসব মধুময় ভোর মন শুধু আজ মিশে যায় দিগšেতর ঝাপসা কুয়াসায়। তুমিহীন কাশফুল দিন ধুসর পান্ডুলিপির পাতা, স্মৃতির শব্দমালায় লিখে রাখা ব্যর্থ কবিতার খাতা। ২৭.১২.২০১২ $$$$$$$$$$$$
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।