আমাদের কথা খুঁজে নিন

   

এফএ কাপের শেষ চারে আর্সেনাল

আর্সেনালের এমিরেটস স্টেডিয়ামে সপ্তম মিনিটেই স্বাগতিক দলকে এগিয়ে দেন জার্মান মিডফিল্ডার মেসুত ওজিল। ডি-বক্সের ভেতর থেকে আরেক মিডফিল্ডার সান্তি কাজোরলা পাস দিয়েছিলেন তাকে। বক্সের ভেতরেই থাকা ওজিলের গোল করতে তেমন সমস্যা হয়নি। গত ডিসেম্বরের পর আর্সেনালের সবচেয়ে দামী ফুটবলারের এটাই প্রথম গোল।

এগিয়ে যাওয়ার পর আরো আক্রমণাত্মক হয়ে ওঠে আর্সেন ভেঙ্গারের দল। কিন্তু ৩২ মিনিটে খেলার ধারার বিপরীতে গোল করে এভারটনকে সমতায় ফেরান স্ট্রাইকার রোমেলু লুকাকু।

৬৮ মিনিটে পেনাল্টি থেকে গোল করে আবারো আর্সেনালকে এগিয়ে দেন মিডফিল্ডার মিকেল আর্তেতা। আর ৮৩ ও ৮৫ মিনিটে ফরাসি স্ট্রাইকার অলিভিয়ে জিরুদের পর-পর দুই গোলে সেমি-ফাইনাল নিশ্চিত হয়ে যায় তাদের।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।