মালয়েশিয়া থেকে বেইজিংগামী একটি বিমান ২২৭ জন যাত্রী ও ১২ জন ক্রুসহ নিখোঁজ হয়েছে। গতকাল রাত ৯টা পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি বিমানটির সর্বশেষ অবস্থান। বিমানটিতে ১৩টি দেশের আরোহীদের মধ্যে ১৫৮ জন চীনের নাগরিক বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন। বিমানটিতে কোনো বাংলাদেশি ছিল না বলে নিশ্চিত হওয়া গেছে। ধারণা করা হচ্ছে একটি বিমান চীন সাগরে বিধ্বস্ত হয়েছে।
একজন নৌ-কর্মকর্তার বরাত দিয়ে ভিয়েতনামের রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম এ খবর জানিয়েছে। তবে বিমানটি নিখোঁজ হওয়ার ২১ ঘণ্টা পর গতকাল রাত ৯টা পর্যন্ত বিধ্বস্ত হওয়ার কোনো চিহ্ন খুঁজে পাওয়া যায়নি বলে মালয়েশিয়া এয়ারলাইন্সের এক সংবাদ বিবৃতিতে বলা হয়েছে। গতকাল দিনভর দক্ষিণ পূর্ব দেশগুলোর যৌথবাহিনী চীন সাগড়ে বিমানটির খোঁজ করে। জানা গেছে, মালয়েশিয়া এয়ারলাইন্সের বোয়িং-৭৭৭ বিমানটি কুয়ালালামপুর থেকে বেইজিং যাওয়ার পথে শনিবার ভোররাতে নিখোঁজ হয়ে যায়। মালয়েশিয়া ও ভিয়েতনামের মধ্যবর্তী চীন সাগরে চলছে তল্লাশি ও উদ্ধার অভিযান।
নিখোঁজ হওয়ার প্রায় চার ঘণ্টা পর ভিয়েতনামের নৌ-কর্মকর্তা অ্যাডমিরাল নগো ভ্যান ফ্যাটের বরাত দিয়ে দেশটির তুয়োই ট্রে বার্তা সংস্থা বিমানটি বিধ্বস্ত হওয়ার খবর জানিয়েছে। স্থানীয় সময় রাত ২টা ৪০ মিনিটে এটি নিখোঁজ হয়। অ্যাডমিরাল ফ্যাট জানিয়েছেন, দক্ষিণ ভিয়েতনামের একটি দ্বীপের কাছে অবস্থানরত কয়েকটি নৌকা থেকে বিমানটি বিধ্বস্ত হওয়ার খবর জানানো হয়। এদিকে বিমানটি বিধ্বস্ত হওয়ার আগে কোনো ডিসট্রেস সিগনাল দেয়নি। একে খুবই অস্বাভাবিক ঘটনা হিসেবে উল্লেখ করেছেন ইউনাইটেড এয়ালাইন্সের সাবেক পাইলট রস আইমার।
তিনি বলেন, এটিকে একটি নজিরবিহীন ঘটনা বলা যায়। প্রসঙ্গত, বোয়িং ৭৭৭ বিমানে গত ১৯ বছরের ইতিহাসে এমন মারাত্দক দুর্ঘটনা আর ঘটেনি। বিবিসি, এএফপি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।