আমাদের কথা খুঁজে নিন

   

দেশ নয়, সংকটে বিএনপি: কাদের

শনিবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর লেমুয়া অংশে চার লেনের কাজের অগ্রগতি পরিদর্শন শেষে তিনি এ মন্তব্য করেন।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলির এই সদস্য বলেন, “সাতটি সিটি কর্পোরেশনের নির্বাচনে বিএনপি জয়ী হয়েও গত ৫ বছরে তারা কোনো আন্দোলন জমাতে পারেনি। তারা উপজেলা নির্বাচনের পর আন্দোলনের যে ডাক দিচ্ছে তাও জমাতে পরবে বলে মনে হচ্ছে না।”

বিএনপির যেসব নেতা উপজেলা, পৌর ও সিটি কর্পোরেশনের নির্বাচনে বিজয়ী হচ্ছেন তারা এলাকার স্বার্থ ‘বিসর্জন’ দিয়ে সরকারকে ডিঙিয়ে আন্দোলনের ঝুঁকি নেবেন কি না সেটা দেখার বিষয় বলে মন্তব্য করেন তিনি।

প্রধান রাজনৈতিক প্রতিপক্ষ বিএনপি সম্পর্কে ব্যক্তিগত মূ্ল্যায়নে ক্ষমতাসীন দলের এই নেতা বলেন, “দেশ গভীর সংকটে নয়, গভীর সংকটে আছে বিএনপি।”

ফাইল ছবি

চার লেনের কাজের অগ্রগতি সম্পর্কে যোগাযোগমন্ত্রী বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ১৯২ কিলোমিটারের মধ্যে ৫০ কিলোমিটারের কাজ এরইমধ্যে পুরোপুরি শেষ হয়েছে। আর মাটির কাজ বাকি রয়েছে মাত্র ১২ কিলোমিটারের।

আগামী ডিসেম্বরের মধ্যে পুরো কাজ শেষ করতে প্রকল্পের ঠিকাদার চায়না হাইড্রো কোম্পানিকে তাগাদা দেয়া হয়েছে বলে জানান তিনি।

এ সময় প্রকল্প পরিচালক ইবনে আলম হাসান, অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল হকসহ জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।