আমাদের কথা খুঁজে নিন

   

প্রথম দফা নির্বাচনের প্রার্থী তালিকা প্রকাশ কংগ্রেসের

ভারতের ১৬তম লোকসভা নির্বাচনের প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ করেছে দেশটির ক্ষমতাসীন দল কংগ্রেস।
 
দলটি প্রথম দফায় ১৯৪ জনের নামের তালিকা প্রকাশ করেছে। দলটির সভানেত্রী সোনিয়া গান্ধী রায়বরেলি থেকে নির্বাচনে প্রার্থী হচ্ছেন। আর রাহুল গান্ধী আমেঠি কেন্দ্র থেকে দাঁড়াচ্ছেন। এছাড়া দফার তালিকায় আছেন সুশীল কুমার শিণ্ডে, প্রিয়া দত্ত, সঞ্জয় নিরুপ, বেনিপ্রসাদ ভার্মার মতো বর্ষীয়ান নেতারা।

প্রার্থী তালিকায় ক্রিকেটার মোহম্মদ কাইফও আছেন। তিনি ফুলপুর থেকে প্রার্থী হচ্ছেন।
 
১৯৪ জনের এই তালিকায় ৩৫ শতাংশ প্রার্থীদের বয়স ৪০ বছরের নিচে। আবার তালিকায় ১৫ শতাংশ মহিলা আছেন।
 
ভারতের লোকসভা নির্বাচন আগামী এপ্রিল থেকে শুরু হবে।

চলবে ১২ মে পর্যন্ত। মোট দফায় লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের ফল ঘোষণা করা হবে ১৬ মে। এবারের  নির্বাচনে ৮১ কোটি ৪৬ লাখ মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। ইলেকট্রনিক্স ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ করা হবে।

 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।