আমাদের কথা খুঁজে নিন

   

ফের তথ্য ফাঁসের ইঙ্গিত উইকিলিকসের

সাড়া জাগানো ওয়েবসাইট উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ যুক্তরাষ্ট্রের আরও কিছু গোপন তারবার্তা ফাঁসের ইঙ্গিত দিয়েছেন। বলেছেন, তাকে যে জায়গায় থাকতে দেওয়া হয়েছে তা কারাগারের চেয়ে খুব বেশি ভালো নয়। বাইরের কারও সঙ্গে দেখা করার অনুমতিও পান না তিনি।

যুক্তরাজ্যের লন্ডনে ইকুয়েডরের দূতাবাস থেকে ভিডিও যোগাযোগের মাধ্যমে এ কথা বলেন তিনি। ইন্টারনেটভিত্তিক যোগাযোগমাধ্যম স্কাইপির সাহায্যে তার এ সাক্ষাৎকার নেওয়া হয়।

খবর পিটিআইয়ের।

যুক্তরাষ্ট্রের টেক্সাস রাজ্যের অস্টিনে সাউথওয়েস্ট ইন্টার্যাক্টিভ ফেস্টিভাল কর্তৃপক্ষ অ্যাসাঞ্জের এ সাক্ষাৎকার নেয়। এর মাধ্যমে সাড়ে ৩ হাজার দর্শকের সঙ্গে মতবিনিময়ে অংশ নেন তিনি। এ সময় উইকিলিকস আরও কিছু গোপন তারবার্তা ফাঁস করতে পারে বলে ইঙ্গিত দেন তিনি। ৫ দিনব্যাপী ওই উৎসবে আজ যুক্তরাষ্ট্রের সাবেক গোয়েন্দাকর্মী এডওয়ার্ড স্নোডেনের সাক্ষাৎকার প্রচার করা হবে।

আজ সাক্ষাৎকারকালে স্নোডেনের তথ্য ফাঁসের বিষয়েও কথা বলেন অ্যাসাঞ্জ। জানান, স্নোডেনের গোয়েন্দা তথ্য ফাঁসকে তারা তেমন গুরুত্ব দিয়ে দেখছেন না। তাকে (স্নোডেনকে) বহিষ্কার করা হয়েছে, তাকে পদত্যাগে বাধ্য করা হয়েছে— এতে যুক্তরাষ্ট্রের কিছু অর্থ খরচ কমেছে। এছাড়া গত ৮ মাসে স্নোডেনের ফাঁস করার তথ্যে যুক্তরাষ্ট্রের কোনও ক্ষতিই হয়নি।

২০১০ সালে মার্কিন গোপন তারবার্তা ফাঁস করে বিশ্বজুড়ে হইচই ফেলে দেন অস্ট্রেলিয়ার নাগরিক জুলিয়ান অ্যাসাঞ্জ।

পরে সুইডেনে যৌন-নির্যাতনের অভিযোগে মামলা হয় তার নামে। গ্রেপ্তার এড়াতে ২০১২ সাল থেকে লন্ডনে ইকুয়েডরের দূতাবাসে রাজনৈতিক আশ্রয়ে রয়েছেন তিনি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।