টাইম মেশিন বলে সত্যিই যদি কিছু থাকতো তবে যে সব বাংলাদেশী তাদের প্যায়ারে পাকিস্তানের সমর্থনে গায়ে-মুখে পাক চন্দ্র-তারা খচিত করে মাঠে গিয়ে পাক পতাকা উড়িয়ে "জিতেগা ভাই জিতেগা পাকিস্তান জিতেগা বলে" গর্জন করেছেন, তাদেরকে স্বপরিবারে যুদ্ধের সময়কার বাংলাদেশে পাঠানোর ইচ্ছা পোষণ করতাম!
আমি নিশ্চিত তাদের খেলার সাথে রাজনীতি না জড়ানোর দরবেশীয় চিন্তাধারা তাদের পাক ভক্ত মস্তিষ্ক হতে বেমালুম গায়েব হয়ে যেত!
যদিও আমারা এটা আশা করতে পারি, এর মধ্য থেকে বেশ কিছু মানুষ সুযোগের সদ্ব্যবহার করে প্যায়ারে পাকিস্তানের খেদমতে নিজেদের লুঙ্গি উঠিয়ে দিতেন!
আর যেসব পাকপ্রেমী বাঙ্গালী "জেনানা" পাকিস্তান আর আফ্রিদির প্রতি ভালবাসায় উদ্বেলিত হয়ে নিজেদের আবেগকে নিয়ন্ত্রণে রাখতে না পেরে নানা মাধ্যমে (পোশাক, প্ল্যাকার্ড, ফেসবুক, ইত্যাদি) নিজেদের ভালবাসা প্রকাশ করেছেন তাদের কপাল ভাল টাইম মেশিন বলে বাস্তবে কিছু নাই!
নইলে উল্লসিত চিৎকার কিসে রূপ নিত সেটা অ্যার নাই বললাম!
নাহ, আল্লাহতালা আসলেই সর্বজ্ঞ। তিনি মানুষকে টাইম মেশিন বানানোর ক্ষমতা দেন নাই!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।