আমাদের কথা খুঁজে নিন

   

৪৫ কেজি স্বর্ণসহ তৃণমূল নেতা আটক

পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের এক নেতার কাছ থেকে ৪৫ কেজি সোনা উদ্ধার করেছে ভারতের রাজস্ব গোয়েন্দা অধিদপ্তরের কর্মকর্তারা। গোপন সংবাদের ভিত্তিতে আজ রবিবার আব্দুল বারিক বিশ্বাস নামে চব্বিশ পরগণা জেলার ওই তৃণমূল নেতাকে ৪৫ কেজি সোনার বিস্কুটসহ আটক করা হয়। এ সময় সঙ্গে থাকা তার গাড়ি চালক মোকসেদ মণ্ডলকেও আটক করা হয়।

এটাই পশ্চিমবঙ্গে সবচেয়ে বড় সোনার চালান ধরা পড়ার ঘটনা।

চালানটি বাংলাদেশ থেকে গেছে বলে ধারণা করছে গোয়েন্দারা। তবে এ বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি বলে জানান অভিযানে থাকা এক গোয়েন্দা কর্মকর্তা।

এদিকে এই জেলার তৃণমূল নেতাদের সঙ্গে বাংলাদেশের ‘মৌলবাদী গোষ্ঠীগুলোর’ ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে বলে অভিযোগ পশ্চিমবঙ্গের বিরোধী দল বামফ্রন্টের।

বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসুর অভিযোগ, বাংলাদেশের ইসলামী উগ্রপন্থিরা গ্রেপ্তার এড়াতে পশ্চিমবঙ্গে পালিয়ে এলে তৃণমূল নেতারা তাদের আশ্রয় দিচ্ছেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।